এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হটাৎ কেন বেসুরো জিতেন্দ্র? উঠছে নানা প্রশ্ন !

হটাৎ কেন বেসুরো জিতেন্দ্র? উঠছে নানা প্রশ্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য অনুমোদন না দেওয়াতে কেন্দ্রীয় প্রকল্পের ২ হাজার কোটি টাকা আসানসোল পুরসভা পায়নি বলে, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এবং সেই অভিযোগ জানিয়ে ফিরহাদ হাকিমকে লেখা চিঠির কথা প্রকাশ্যে আসায়, জল্পনা আরো বেড়েছে বলেই জানা গেছে।

বস্তুত, তিনি আসানসোলের পুর প্রশাসক হওয়ার সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়কও। সেইসঙ্গে বর্ধমান জেলা রাজনীতিতে তৃণমূলের প্রথম সারির নেতা হিসেবেই তিনি পরিচিত। কিন্তু হঠাত তাঁর এই বেসুরো ভাব নিয়ে সন্দেহ জেগেছে রাজনীতিকদের মনে। সেখানে রাজ্যের বাধাতে আসানসোল পুরনিগম কেন্দ্রীয় সাহায্য না পাওয়াতে উন্নয়ন ব্যাহত হচ্ছে বলেই অভিযোগ এনেছেন তিনি।

সেখানে তাঁর নিজের কেন্দ্রে বিদ্রোহী হয়ে ওঠার পিছনে কারণ হিসেবে তৃণমূল লোকসভা ভোটের নিরিখে ৬০০০ ভোটে পিছিয়ে থাকাকেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেখানে গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি রাজ্যে ১২২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে, আগামীদিনে সেইসব বিধানসভার তৃণমূল বিধায়করা একই পথ ধরে বেসুরো হয়ে উঠতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, সম্প্রতি আসানসোল পুরনিগম অঞ্চলেও বিজেপির ভালই লিড রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে, জিতেন্দ্র তিওয়ারি ভালো করেই বুঝতে পারছেন সামনের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর থেকে তাঁর জয় পাওয়া খুবই কঠিন হবে। ফলে তিনি পুনরায় মেয়র হবেন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

অন্যদিকে, এতদিন থেকে যে অবাঙালিদের সমর্থনই বিজেপি বেশি পেয়ে আসছে সেই কথাও উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে অবাঙালি ভোটার সংখ্যা প্রচুর। তাই যেভাবে বিজেপির পক্ষে সমর্থন সর্বত্র বাড়ছে, তাতে আসানসোল শিল্পাঞ্চলের এই তৃণমূল নেতার এহেন কথা রাজনৈতিক ভেবে প্রাসঙ্গিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, জিতেন্দ্র তিওয়ারি হয়ত বুঝতে পারছেন যে এই সময় গেরুয়া শিবিরে নাম না লেখালে আগামীদিনে তিনি জেলা তথা রাজ্য রাজনীতিতে অনেকটাই মিলিয়ে যাবেন। আর তাই তিনি যেভাবে আসানসোলের উন্নয়নের প্রসঙ্গ তুলেছেন, তাতে দল ছাড়লেও গোটা শিল্পাঞ্চলের মানুষের সমর্থন তাঁর পক্ষেই যে থাকবে, তাও উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

ফলত, সেই সমর্থন নিয়ে ফের পাণ্ডবেশ্বর বা অন্য কোন কেন্দ্র থেকে জিতেন্দ্রর জিতে আসাটা যে অনেক সহজ হবে সেটাই মনে করছেন রাজনীতিবিদ। সেখানে যতই বিরোধীরা গোষ্ঠী কোন্দলের কথা বলুন না কেন, নির্বাচনের আগে তাঁর এহেন মন্তব্য রাজনৈতিকভাবে যে অনেকটাই প্রাসঙ্গিক, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!