এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেসুরো জিতেন্দ্রকে সুরে আনতে এবার বৈঠকে বসছেন পিকে সহ শীর্ষ নেতৃত্ব !

বেসুরো জিতেন্দ্রকে সুরে আনতে এবার বৈঠকে বসছেন পিকে সহ শীর্ষ নেতৃত্ব !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে একের পর এক ধাক্কার মুখে পড়ছে শাসকদল। সেখানে একাধিক নেতা মন্ত্রীর বিজেপিতে যোগদান দেওয়ার ঘটনা থেকে শুরু করে, দলের প্রতি বিরূপ মন্তব্য, সেইসব সামলাতে আবার দলীয় বৈঠকের আয়োজন, তার মাঝে বিধানসভা নির্বাচনের প্রচার, এক গুচ্ছ কর্মসূচি! বিশ্লেষকদের মতে, ব্যাপারটা অনেকটা কাকে ফেলে কাকে দেখি!

সেখানে এতদিন মেদিনীপুর হাওড়া খবরের শিরোনামে থাকলেও বর্ধমানও যে পিছিয়ে নেই, সেই কথাই জানা গেছে। সেখানে রাজ্য অনুমোদন না দেওয়াতে কেন্দ্রীয় প্রকল্পের ২ হাজার কোটি টাকা আসানসোল পুরসভা পায়নি বলে, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

আর সেই অভিযোগ জানিয়ে ফিরহাদ হাকিমকে লেখা চিঠির কথা প্রকাশ্যে আসায়, জল্পনা আরো বেড়েছে বলেই জানা গেছে। এদিন এই বিষয়ে তিনি বলেন, “আমি রাজ্যের পুরমন্ত্রীকে একটি চিঠি দিয়েছি। এটা একান্তই ব্যক্তিগত চিঠি। কিভাবে তা সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে গেল? আসানসোলের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েই চিঠি দিয়েছিলাম। কিভাবে তা প্রকাশ্যে এল জানি না”।

তবে ব্যাপারটা যে শুধু চিঠি দেওয়াতেই থেমে রয়েছে তা নয়। এদিন আসানসোল এবং রানিগঞ্জের দুটি কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। যা নিঃসন্দেহে সেই জল্পনাকে আরো বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, এই বিষয়টি নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “জিতেন্দ্রকে উন্নয়নের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে। আগে তো কখনও এসব কিছু বলেনি। এর আগে জল প্রকল্পের জন্যেও টাকা দিয়েছি। মনে হচ্ছে কারোর কাছ থেকে গ্যাস খেয়ে এসব বলছে”। যদিও এই কথা বলার সঙ্গে সঙ্গে চিঠির বিষয়বস্তু ফাঁস হওয়ার ঘটনা সামনে আসার পরেই জিতেন্দ্র তিওয়ারিকে তিনি ফোন করেছেন বলেও জানা গেছে।

আর সেই ফোনে তাঁকে কাল কলকাতায় এসে বৈঠক করার জন্যে বলা হয়েছে বলেও জানান হয়েছে বলেই জানা গেছে। আপাতত তথ্য সূত্রে জানা গেছে, কাল সন্ধ্যা ছটায় ক্যামাক স্ট্রীটের একটি অফিসে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরও থাকবেন বলেই জানান হয়েছে। আর এই অফিসেই নাকি মালদা জেলার নেতৃত্বের সঙ্গে দুসপ্তাহ আগেই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন বলে জানা গেছে।

আর সেখানেই নাকি কাল বৈঠক করার জন্য জিতেন্দ্র তিওয়ারিকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ক্ষোভের কারণেই নাকি তিনি এমন চিঠি দিয়েছিলেন। তাই কি কারণে তাঁর ক্ষোভ রয়েছে সেই বিষয়টি নিয়ে আপাতত ধোঁয়াশা কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর কালকের বৈঠকে সেই ক্ষোভ মেতে বা ধোঁয়াশা কাটে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!