এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জিতেন তিওয়ারির পর কে হচ্ছেন প্রশাসক? জল্পনা তুঙ্গে!

জিতেন তিওয়ারির পর কে হচ্ছেন প্রশাসক? জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী এবং সেই জিতেন্দ্র তিওয়ারিকে উপস্থিত হতে দেখা যায়। আর তারপরেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পায়, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার সাথে তৃণমূল ত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখাবেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু এর পরবর্তী সময়কালে সেই জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে আসলে কোনোমতেই যে তারা মেনে নেবেন না, তা জানিয়ে দেন বাবুল সুপ্রিয় এবং অগ্নিমিত্রা পাল।

আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করে দিদির কাছে ক্ষমা চেয়ে নেব বলে জানিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। অনেকে আশা করেছিলেন, জিতেন্দ্র তিওয়ারি এবার তৃণমূলের ফিরে গিয়ে তার অতীতের গ্রহণ করা পদে আসীন হবেন। কিন্তু তৃণমূল ত্যাগ করার পর তিনি আবার তৃণমূল ফিরে এলে আসানসোল পৌরসভার প্রশাসক পদে তাকে রেখে দেওয়া হবে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি সেই পদ থেকে অনেকদিন আগেই ইস্তফা দিয়েছেন। ফলে তাকে আর সেই পদে বসানো হবে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতিতে কে হবেন আসানসোল পৌরসভার পরবর্তী প্রশাসক, তা নিয়ে জল্পনা ক্রমশ দীর্ঘায়িত হতে শুরু করেছে।

বিশেষ সূত্র মারফত খবর, আসানসোল পৌরসভার প্রশাসকের দায়িত্ব তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তাপস বন্দ্যোপাধ্যায়কে দিতে চাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা গ্রহণ করতে রাজি হননি। আর এর পরেই অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এদিকে শুধুমাত্র আসানসোল পৌরসভার প্রশাসক পদ নয়, জিতেন্দ্র তিওয়ারির ছেড়ে যাওয়া জেলা সভাপতি পদে কে বসবেন, তা নিয়েও গুঞ্জন বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই পদে তৃণমূল নেতা ভি শিবদাসন দাশুকে বসানোর ব্যাপারে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে চাননি। ফলে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে সক্রিয় হলেও, তিনি যে আর জেলা সভাপতি বা প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন না, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। স্বাভাবিকভাবেই তার ছেড়ে যাওয়া এই দুই গুরুত্বপূর্ণ পদে এখন কাকে দায়িত্ব দেওয়া হয়, সেটাই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

এদিকে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “সিবিআই আয়কর দপ্তরের ভয়ে সবাই পালাচ্ছে। আর বাকি বিজেপির দুয়ারে চলে এসেছে। তাই পুর প্রশাসক পদে বসানোর মত কাউকে খুঁজে পাচ্ছে না তৃণমূল।” যদিও বা গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু বলেন, “এই বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। নিশ্চিতভাবে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে। যখন সিদ্ধান্ত নেওয়ার, তখন সিদ্ধান্ত নেওয়া হবে।” স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় এখন নতুন করে গুঞ্জন ছড়াতে শুরু করেছে আসানসোলে। কে হন পরবর্তী প্রশাসক, আর কেই বা দায়িত্ব পান তৃণমূলের জেলা সভাপতির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!