এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জিতেন্দ্র তিওয়ারির চিঠি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কাছে? কি যোগ রয়েছে জল্পনা

জিতেন্দ্র তিওয়ারির চিঠি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কাছে? কি যোগ রয়েছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের অস্বস্তি যেন আর কাটতে চাইছে না। একের পর এক মন্ত্রী, নেতা, সাংসদ, বিধায়কের বিদ্রোহ তৃণমূল শিবিরে ঝড় তৈরি করেছে। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, জটু লাহিড়ী, শীলভদ্র দত্তের পর এবার আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি। জেলার প্রতিটি বঞ্চনা নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন আসানসোলের পুর প্রশাসক। এ সম্পর্কে বিস্তারিত চিঠি দেন তিনি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ কেন্দ্রের প্রতিটি প্রকল্প থেকে রাজনৈতিক কারণেই আসানসোলকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে অন্য জায়গায়। পুরপ্রধানকে লেখা চিঠি পৌঁছে গেল বিজেপি আইটি সেলের প্রধানের কাছে এবং তা প্রকাশ্যে এল।

প্রশ্ন উঠেছে সর্বস্তরে একটাই- কিভাবে? কিভাবে সরকারী গোপনীয় চিঠি পৌঁছে গেল বিজেপির আইটি প্রধান অমিত মালব্যর হাতে? অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির চিঠির বিষয়বস্তু নিয়ে একমত গেরুয়া শিবিরও। বিরোধীদের অনেকদিনের অভিযোগ, শুধু আসানসোল নয় রাজ্যের প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হয়। এবার গেরুয়া শিবিরের সাথে সুরে সুর মেলালেন আসানসোলের তৃণমূলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তবে এই চিঠি কান্ড বর্তমানে রাজনৈতিক মহলের ন্যতম আলোচনার বিষয়বস্তু। জিতেন্দ্র তিওয়ারির প্রশাসনকে লেখা গোপন চিঠি বিজেপির আইটি সেল এর প্রধানের হাতে পৌঁছে গেছে।

এবং আইটি সেল এর প্রধান অমিত মালব্য সেই চিঠি প্রকাশ করে দিয়েছেন। আর এই নিয়েই রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কোনভাবে কি জিতেন্দ্র তিওয়ারি সঙ্গে আইটি সেল এর প্রধান অমিতের যোগাযোগ চলছে তলায় তলায়? প্রসঙ্গত বিশেষজ্ঞদের মতে, যেভাবে জিতেন্দ্র তিওয়ারি চিঠি দিয়ে দলের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন সেই চিঠি বিরোধীদের হাতে আসলে খুব স্বাভাবিকভাবেই তাঁরা তার সুযোগ নেবেই। কিন্তু গোপন চিঠি কিভাবে বিজেপির হতে গেল, তা নিয়ে উঠেছে সবথেকে বড় প্রশ্ন। কিন্তু চিঠি প্রকাশ হতেই জিতেন্দ্র তিওয়ারি বিজেপির দিকে আঙুল তুললেন। উল্লেখ্য, রবিবার জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি উল্লেখ করেছেন কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের 2000 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর টাকাও তাঁরা পাননি বলেও অভিযোগ করেন তিনি। আর এসবের কারণে আসানসোলের যে ব্যাপক ক্ষতি হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত মতামত দেন জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মনে করছেন হয়তো জিতেন্দ্র তিওয়ারি বিজেপির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন আড়ালে। কিন্তু এখনই তিনি বিষয়টি সামনে আনতে চাইছেন না। যদিও অনুমান সর্বদা সত্য হয়না। তবে চিঠি কিভাবে বিজেপির হতে গেল তা নিয়ে ধন্দ্বে সবাই।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে শাসক শিবিরের অন্দরে কোন চিঠি গোপনভাবে চালাচালি হলে তা কোনোভাবেই বাইরে বের হতে পারেনা যদি না কোনরকম অন্তর্ঘাতের ঘটনা ঘটে। কিন্তু এক্ষেত্রে যদি অন্তর্ঘাত ঘটে, তাহলে কিন্তু দায় নিতে হবে তৃণমুলকেই। এবং জিতেন্দ্র তিওয়ারি যেভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে কিন্তু সন্দেহ আসছে তার ওপরেই। অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই চিঠি পাঠানোর জন্য জিতেন্দ্র তিওয়ারির কড়া সমালোচনা করেছেন বলেও জানা গেছে। অন্যদিকে আসানসোলের পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান এই মুহূর্তে জিতেন্দ্র তিওয়ারি।

দলের এমন গুরুত্বপূর্ণ নেতা যখন এভাবে চিঠিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তখন খুব স্বাভাবিকভাবেই চরম বিড়ম্বনায় পড়েছে তৃণমূল নেতৃত্ব। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার দল ছাড়তে চলেছেন আসানসোলের পুর প্রশাসক? যদিও দল ছাড়া নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি জিতেন্দ্র তিওয়ারি। তবে বিশেষজ্ঞরা অমিত মালব্য ও জিতেন্দ্র তিওয়ারির সাথে যোগাযোগের অনুমান করে মনে করছেন ঘটনাপ্রবাহ যেদিকে এগোচ্ছে, তাতে হয়তো জিতেন্দ্র তিওয়ারি দল ছেড়ে বেরোনোর দিকে প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!