এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে মুখ খুললেন বাবুল সুপ্রিয়

জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে মুখ খুললেন বাবুল সুপ্রিয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই তৃণমূল দলে বাড়ছে বিক্ষুব্ধ নেতা, মন্ত্রী, বিধায়কদের সংখ্যা। এই পরিস্থিতিতে আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করেছেন যে, আসানসোল পুরসভাকে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজনৈতিক কারণেই বঞ্চিত করা হচ্ছে। এবার এই প্রেক্ষিতেই বক্তব্য রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক কারণে আসানসোল পুরসভার উন্নতি থমকে গেছে। চিঠিতে তিনি জানিয়েছেন যে, কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত আসানসোল। সেইসঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর টাকাও আসানসোলকে দেয়া হয়নি। রাজনৈতিক কারণে কেন্দ্রের টাকা দেয়া হচ্ছে না পুরসভাকে। যার ফলে ক্ষতি হচ্ছে পুরসভার। বিপাকে পড়েছেন আসানসোল বাসি। এমনই অভিযোগ করেছেন তিনি। বিজেপির পক্ষ থেকেও এই অভিযোগ দীর্ঘদিন ধরে করা হয়েছিল। এবার এ বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানালেন যে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হচ্ছেন, সেই ধরণের তৃণমূলী, যিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে, তৃণমূল দলের মধ্যে আলোচনার কোনো স্থান নেই। তিনি জানালেন যে, ইতিপূর্বে তিনি অনেক চিঠি দিয়েছেন ফিরহাদ হাকিমকে। কিন্তু তার একটা চিঠিরও উত্তর দেননি তিনি। বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, তিনি যদি চিঠিগুলো পেয়ে থাকেন, তবে তিনি অনুরোধ করবেন যে, একটা চিঠি অন্তত নিয়ে আসুন ফিরহাদ হাকিম।

জিতেন্দ্র তিওয়ারির চিঠি নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর চিঠির কোন উত্তর দেননি। তিনি প্রশ্ন করেছেন, কোথায় গেল কেন্দ্রের টাকাগুলো? আসানসোলকে অন্যায় ভাবে বঞ্চিত করা হয়েছে অভিযোগ করলেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বিরাট ছবি ছাড়া আর কোন কাজই হচ্ছে না। তিনি জানিয়েছেন যে, কেন্দ্রের টাকা বলে কিছু নেই, সমস্তটাই মানুষের টাকা। সমস্ত রাজ্যই কেন্দ্রকে তার হিসেব দেয়, কিন্তু পশ্চিমবঙ্গ কোন হিসাব দেয় না। জিতেন্দ্র তিওয়ারি সাহস করে এই কথাগুলো বলেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!