এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঝাড়খন্ড সফর নিয়ে মমতাকে জোর কটাক্ষ দিলীপের, জেনে নিন

ঝাড়খন্ড সফর নিয়ে মমতাকে জোর কটাক্ষ দিলীপের, জেনে নিন


 

লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের একত্রিত করে কলকাতায় ব্রিগেড সমাবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 21 টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা মমতা বন্দোপাধ্যায়ের বিগ্রেড সমাবেশে হাজির ছিলেন।

একাংশ বলেছিলেন, এবার হয়তো লোকসভা নির্বাচনে বিরোধী জোট বিজেপি হাওয়াকে রুখে দিতে সক্ষম হবে। কিন্তু তেমনটা তো দেখাই যায়নি, উল্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রের ক্ষমতায় বসেছে বিজেপি। তবে বর্তমানে জাতীয় রাজনীতি তথা বেশকিছু রাজ্যের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু করেছে।

বিজেপির হাতে থাকা রাজ্যগুলিতে নির্বাচনের পরে দেখা গেছে, সেই রাজ্যগুলোর ক্ষমতা চলে গেছে বিরোধী জোটের দখলে। মহারাষ্ট্রের পর ঝাড়খন্ডে ক্ষমতা হারিয়েছে বিজেপি। আর ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতা হারানোর পর থেকেই উচ্চসিত হতে দেখা গেছে দেশের বিজেপি বিরোধী দলগুলোকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, রবিবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণে দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা হাজির ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, স্ট্যালিন, সঞ্জয় সিং থেকে প্রায় প্রত্যেকেই মঞ্চ আলো করে বসেছিলেন। যা দেখে একাংশ বলছিলেন, আবার হয়ত বিরোধী জোট জোটবদ্ধ হতে শুরু করেছে।

তবে বিরোধী জোটের নেতা-নেত্রীরা একমঞ্চে বসলেও তা নিয়ে ভাবিত নয় ভারতীয় জনতা পার্টি। অতীতের কথা তুলে ধরে এদিন এই বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “লোকসভা নির্বাচনের আগে কলকাতায় এমনই সমাবেশ হয়েছিল। কিন্তু সবাই হেরেছেন। গত বছর মুখ্যমন্ত্রী কর্নাটকে ঐক্য মঞ্চে যোগ দিতে গিয়েছিলেন। কর্ণাটকে যার আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেই সরকার এক বছর টেকেনি।”

আর দিলীপ ঘোষের এহেন মন্তব্যেই এবার শুরু হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, বিরোধী জোট যাতে দানা বাঁধতে না পারে, তার জন্যই দিলীপ ঘোষ অতীতের কথা তুলে ধরে এই শপথগ্রহণ অনুষ্ঠানের চিত্রকে কটাক্ষ করলেন। তবে এখন দেখার বিষয়, বিজেপির দিলীপ ঘোষের সম্ভাবনাই সত্যি হয়, নাকি সমস্ত কিছু মিথ্যে করে দিয়ে বিজেপিকে চাপে রাখতে গড়ে ওঠে বিজেপি বিরোধী মহাজোট! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!