এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! নতুন বছরের গোড়াতেই মিলছে 4 হাজার রাজ্য সরকারি চাকরির সুযোগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! নতুন বছরের গোড়াতেই মিলছে 4 হাজার রাজ্য সরকারি চাকরির সুযোগ

 

রাজ্যে কর্মসংস্থান নেই বলে মাঝেমধ্যেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। মমতা বন্দোপাধ্যায়ের দাবি অনুযায়ী তেলেভাজা এবং চপ শিল্প করেই বেকারদের জীবনযাপন করতে হচ্ছে বলে কৌতুক করে বিরোধীরা। তবে এবার হয়ত বা রাজ্যে কর্মসংস্থানের আলো দেখা দিতে শুরু করেছে।

সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই রাজ্যের সরকারি দপ্তরে করনিক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। জানা গেছে, সম্প্রতি নবান্নের তরফে পাবলিক সার্ভিস কমিশনকে এই এলডিসি পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কবে হবে সেই পরীক্ষা!

বিশেষ সূত্র মারফত খবর, 2020 সালের জানুয়ারি মাসের একদম শেষ দিকেই এই পরীক্ষা নেওয়া হবে। মূলত রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 4000 শূন্যপদে নিয়োগের জন্যই এই পরীক্ষা হতে চলেছে। ইতিমধ্যেই এর জন্য প্রায় সাড়ে সাত লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু চাকরি পেতে ঠিক কি কি যোগ্যতা লাগছে! জানা গেছে, ন্যূনতম মাধ্যমিক পাস, কম্পিউটারের মৌলিক জ্ঞান এবং বাংলা- ইংরেজি টাইপের দক্ষতা থাকতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এই নিয়োগ ব্যবস্থায় মূলত দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে দেড় ঘন্টার প্রথম পর্বের লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েজের উপর পরীক্ষা হবে। যাতে ইংরেজী এবং পাটি গণিতের উপর 30, 30 করে 60 এবং জেনারেল স্টাডিজের উপর 40 নম্বর থাকবে। আর এই পরীক্ষাতে পাস করলেই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ব্যবস্থা হবে। সেখানে 50 নম্বরের ইংরেজি 50 নম্বরের বাংলা ভাষার উপর দক্ষতা যাচাই করা হবে।

আর এতেও যদি পরীক্ষার্থীরা উত্তীর্ণ হন, তাহলে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হবে তাদের। যেখানে এক মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 10 টি করে শব্দ টাইপ করার কথা বলা হবে পরীক্ষার্থীদের। আর এর পরেই সেই সফল পরীক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জানা গেছে, রাজ্যজুড়ে এই পরীক্ষার জন্য মোট 27 টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে পরীক্ষায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য নানা উদ্যোগ নিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন।

এদিন এই প্রসঙ্গে কমিশনের এক কর্তা বলেন, “দীর্ঘদিন পরে রাজ্যে ক্লার্কশিপ পরীক্ষা আয়োজন করতে চলেছি আমরা। এক্ষেত্রে পরীক্ষার সার্বিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে বদ্ধপরিকর কমিশন।” এদিন এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দেবাশীষ বসু বলেন, “ক্লার্কশিপ পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছি। জানুয়ারি মাসের শেষদিকে আমরা এই পরীক্ষা নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!