এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রভাব খাটিয়ে “কাছের লোকেদের” চাকরি পাইয়ে দেওয়ার দিন কি শেষ? রাজ্যের পদক্ষেপে বাড়ছে জল্পনা

প্রভাব খাটিয়ে “কাছের লোকেদের” চাকরি পাইয়ে দেওয়ার দিন কি শেষ? রাজ্যের পদক্ষেপে বাড়ছে জল্পনা

কদিন আগেই তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বক্তব্যে বলেছিলেন; “বাঁশের চেয়ে কঞ্চি বড় তার চেয়ে গামছা আর তার চেয়ে বেশি বড় নেতার প্রিয় চামচা।” বিরোধীদের কটাক্ষ করে তিনি এই বক্তব্য দিলেও আজকাল রাজ্যের বেশিরভাগ পুরসভার কাউন্সিলরদের সাথে থাকা অনুগামীদের ক্ষেত্রে এই বক্তব্যটাই বেশি সাজে। কেননা গত কয়েক বছরে নিজেদের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এই কাউন্সিলরদের একাংশই কাছের লোকদের চাকরি পাইয়ে দিয়েছেন। আর তাতে তথাকথিত এই নেতার চামচারা যে বিনা পারিশ্রমিকেই বেতন পাচ্ছেন তা বুঝতে বাকি নেই রাজ্য সরকারের।

তাই এবারে এই দিকে কড়া নজরদারি করতে চলেছে রাজ্যের পুর ও নগরন্নোয়ন দপ্তর। জানা গেছে কাউন্সিলারদের পছন্দ মতো লোক নিয়োগের ফলে কলকাতা পুরসভার পুরো ভাঁড়ারে প্রচন্ড পরিমানে চাপ পড়ছে আর তাই এবারে কোন দপ্তরে ঠিক কত কর্মী রয়েছেন এবং তারা ঠিক কী কাজ করছেন তা জানাতে পুরসভাগুলিকে একটি সমীক্ষা করতে নির্দেশ দিচ্ছে রাজ্যের পুর দপ্তর। এমনকি এবার থেকে রাজ্যের পুরসভাগুলো সরকারের কাছে যে উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব পাঠাচ্ছে তা উপযুক্ত কি না তা না দেখে আর কোনোটাতেই অনুমোদন দেবে না রাজ্য সরকার।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এ প্রসঙ্গে এদিন পুর দফতরের এক কর্তা বলেন; “প্রয়োজন নয়; এমন কোন ক্ষেত্রে আর টাকা বরাদ্দ করা যেমন হবে না ঠিক তেমনি যথেচ্ছভাবে অর্থ খরচ করলাম আর তারপরে রাজ্যের দ্বারস্থ হলাম সেটাও এবার থেকে বন্ধ হবে।” এদিকে কাউন্সিলারদের সাথে ঘোড়া লোকেদের ইচ্ছেমতো চাকরি দেওয়া প্রসঙ্গে এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন; “অহেতুক অনেক দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে। তাই কোন দপ্তরে ঠিক কত কর্মী প্রয়োজন সে সংক্রান্ত সমীক্ষার পরিকল্পনা করতে বলা হয়েছে।” সব মিলিয়ে এবার কাউন্সিলার অনুগামীদের সুখের দিন প্রায় শেষ হয়ে গেল বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!