এখন পড়ছেন
হোম > অন্যান্য > জানেন কি ঘুমিয়ে ঘুমিয়েও মোটা টাকা রোজগার করা যায়? রইল বিশ্বের কিছু ‘ আজব ‘ চাকরির সুলুকসন্ধন

জানেন কি ঘুমিয়ে ঘুমিয়েও মোটা টাকা রোজগার করা যায়? রইল বিশ্বের কিছু ‘ আজব ‘ চাকরির সুলুকসন্ধন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গীতায় বলা আছে, কাজ না করে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ যদি বাইরের জগতের কাজ বন্ধও করে দেয়, তবুও প্রতিদিনের দৈনন্দিন কাজ করতে সে বাধ্য। অর্থসংস্থানের জন্যও প্রয়োজন টাকার। তাই ইচ্ছে থাকুক আর নাই থাকুক আমাদের কাজ করে যেতে হবে।

হাইটেক দুনিয়ায় যেখানে ছুটে চলাই জীবন, আর সেই জীবনের একঘেয়ে কাজে যদি আপনি বোর হয়ে যান, তবে দেখে নিতে পারেন বিশ্বের এই মজার কয়েকটি চাকরির খবর। কি সেগুলো? জানুন এক্ষুনি

আমাদের দেশে না হলেও বিদেশে প্রচলিত আছে এমন অনেক চাকরি। তাদের মধ্যে একটি হলো কারোর হয়ে লাইনে দাঁড়ানো। কি ভাবছেন, এও আবার হয় নাকি? জাপানে কিন্তু টাকার পরিবর্তে এই চাকরির চাহিদা রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ব্যাংক কিম্বা শপিং মলে দাঁড়িয়ে পায়ে ব্যাথা অনুভব করছেন? টাকা ফেললেই পেতে পারেন আপনার পরিবর্তে লাইনে দাঁড়ানোর লোক।

আমরা জানি যে পৃথিবীতে যত গবেষণা হয়, সেসব জনসমক্ষে প্রকাশের আগে করা হয় নানা পরীক্ষা। বিভিন্ন ওষুধের প্রয়োগের আগেও এভাবেই মানুষের ওপর করা হয় তার পরীক্ষা। সেই পরীক্ষাতে বাদ যায়না ঘুমের ওষুধের পরীক্ষাও। তাই স্রেফ ঘুমিয়েই আপনি পেয়ে যেতে পারেন টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিনিয়িত চলমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সময় নেই প্রেম করার? তাই ইচ্ছে থাকলেও জুটছে না প্রেমিক? আর চিন্তা নেই।টাকা ফেললেই আপনি পেতে পারেন এমন ভাড়া করা প্রেমিক, যিনি আপনার সময় মতো আপনাকে সময় দেবেন। ইন্টারনেটে পাওয়া নানা বিজ্ঞাপনের মাধ্যমে আজ বিষয়টি অনেকেই জানেন। জাপান, চিন, আমেরিকা সহ অন্যান্য দেশে এটি একেবারে আইনসম্মত। তাই আপনিও চাইলে প্রেমিক সেজে রোজগার করতে পারেন পয়সা।

ভারতের জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে ট্রেনে বাসে ওঠা প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিদেশে এই সমস্যা মেটাতে রয়েছে কিন্তু পুশার। হ্যাঁ, সেই ব্যক্তি যিনি আপনাকে প্রয়োজনে ঠেলে দেবে ট্রেনে বা বাসে উঠতে। শুনে অবাক লাগলেও বিদেশে এই কাজটি এখন অনেকের ফুল টাইম জব।

প্লে পার্কে যেতে ভালোবাসি না এমন মানুষ নেই। ছোট থেকে বড় সকলের কাছে ছোট হয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর প্লে পার্কগুলোতে বিভিন্ন রাইড বা ওয়াটার রাইড গুলোর আকর্ষণ থাকে সবথেকে বেশি। কিন্তু সেসব ঠিক মত কাজ করছে কিনা সেটা দেখতেও থাকে কিন্তু অনেক মানুষ। যারা সেটি আগে চড়ে দেখে নেয় যে কাজের দিক থেকে সেটি ঠিক আছে কিনা। আবার রাইড চড়ে যদি বমি করে ফেলে বাচ্চা? তাহলেও এম্বারেসড হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে তা পরিষ্কার করার চাকরি করে থাকে অনেকে।

এছাড়া শুভ অনুষ্ঠান হোক বা শোক সভা, অতিথি হিসেবে ভাড়া করা হতে পারে আপনাকে। সেখানে অনুষ্ঠান হিসেবে আপনার অনুভূতিও হওয়া চাই সেরম। বিনিময়ে পেয়ে যাবেন মনোমত পয়সা।তাহলে কি ভাবছেন? যদি আপনিও আগ্রহী হন তাহলে খোঁজখবর নিয়ে শুরু করে দিতে পরেন এমন কাজ, যা একঘেয়েও নয়, আবার আসবে পয়সাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!