এখন পড়ছেন
হোম > অন্যান্য > আমপানে ক্ষতিপূরণ – মমতা 99% কাজের দাবি করলেও, পার্থর মন্তব্যে জোর শোরগোল!!

আমপানে ক্ষতিপূরণ – মমতা 99% কাজের দাবি করলেও, পার্থর মন্তব্যে জোর শোরগোল!!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দূর্যোগ আমপানের পর বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছিল নানা পঞ্চায়েতের বিরুদ্ধে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের নেতারা অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়েছিল কড়া ব্যবস্থা। তবে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 99 শতাংশ ক্ষতিপূরণ মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেও, বাস্তবটা যে সম্পূর্ণ ভিন্ন, তা কার্যত পরিষ্কার হয়ে গেল।

জানা গেছে, সম্প্রতি আমপানের ক্ষতিপূরণ পেতে দ্বিতীয় দফায় বৃহস্পতি ও শুক্রবার আবেদন জমা করার সুযোগ দিয়েছিল রাজ্য সরকার। আর এই দুইদিনে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে‌‌ ব্যাপক আবেদন জমা পড়েছে বলে খবর। জানা গেছে, পূর্ব মেদিনীপুর থেকে 2 লক্ষ 60 হাজার এবং পশ্চিম মেদিনীপুর থেকে 2 লক্ষ 57 হাজার 931 টি আবেদন জমা পড়েছে। স্বাভাবিকভাবেই সবাই যদি ক্ষতিপূরণ ঠিকমত পেয়ে থাকেন, তাহলে কেন নতুন করে এত আবেদন জমা পড়ল! তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশাসনের একাংশ বলছেন, পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত প্রায় 10 হাজার এবং পূর্ব মেদিনীপুরের 2 লক্ষ 65 হাজার মানুষ বাড়ির ক্ষতিপূরণ পেয়েছেন। একইভাবে 85 হাজার 487 জন মানুষ পূর্ব মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য কুড়ি হাজার টাকা এবং 1 লাখ 79 হাজার 792 জন আংশিক ক্ষতির জন্য 5000 টাকা পেয়েছেন। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় এত আবেদনপত্র পড়ায় রিতীমত চক্ষু চড়কগাছ প্রশাসনের একাংশের। জানা গেছে, শুক্রবার থেকেই আবেদনপত্র যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে‌। পাশাপাশি পঞ্চায়েত এবং ওয়ার্ড এলাকায় প্রশাসনিক দল গঠন করে তার তদন্ত করা হচ্ছে।

অর্থাৎ অতীতের মত এই ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “নন্দীগ্রাম 1, 2, মহিষাদল, শহীদ মাতঙ্গিনী ব্লকে তুলনামূলকভাবে বেশি আবেদন জমা পড়েছে।” অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি‌ কমল বলেন, “অনেক আবেদন পড়েছে। সেগুলো খতিয়ে দেখা হবে।” কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে 99 শতাংশ ক্ষতিপূরণ পৌঁছে গেছে বলে দাবি করছেন, সেখানে কেন দ্বিতীয় দফায় ফের এত মানুষ ক্ষতিপূরণের জন্য আবেদন করলেন!

তা নিয়ে তৈরি হয়েছে বড় মাপের প্রশ্ন চিহ্ন। তাহলে কি রাজ্যের প্রশাসনিক প্রধান এই দাবি করলেও সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে যায়নি! আর তাই দ্বিতীয় ধাপে এত আবেদনপত্র? এখন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের অন্দরমহলে। তবে দ্বিতীয় ধাপের আবেদনপত্র সম্পর্কে সঠিক তথ্য যাচাই করে প্রশাসন ঠিক কত সংখ্যক মানুষকে সাহায্য করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!