এখন পড়ছেন
হোম > অন্যান্য > জব প্রিপারেশন – GK: বিভিন্ন সরকারি, বেসরকারি পরীক্ষার বাছাই করা সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

জব প্রিপারেশন – GK: বিভিন্ন সরকারি, বেসরকারি পরীক্ষার বাছাই করা সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকাল যেকোন চাকরির পরীক্ষার ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্ন অবধারিত। চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের সুবিধার জন্য দেওয়া হল বাছাই করা একগুচ্ছ সাধারণ জ্ঞানের প্রশ্ন – সঙ্গে উত্তরও। দেখে নিন নীচে –

১. ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান অর্জন করেছিলেন? বুদ্ধগয়া
২. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ
৩. পাঞ্জাবি ভাষার লিপি কোনটি? গুরমুখী
৪. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি? কন্যাকুমারী
৫. সূর্য ভারতে প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? অরুণাচল প্রদেশ

৬. গড়বা কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট
৭. ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ডায়াবেটিস
৮. বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? আসাম
৯. আমলায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি
১০. রামচরিত মানস কে লিখেছেন? তুলসীদাস

১১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক
১২. প্রথম কোন দেশে কাগজ আবিষ্কার করা হয়েছিল? চীন
১৩. গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? সিদ্ধার্থ
১৪. ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? রাষ্ট্রপতি
১৫. সংবিধান দিবস কখন পালিত হয়? ২৮ নভেম্বর

১৬. কোন ভিটামিনের ঘাটতির কারণে রাতকানা রোগ হয়? ভিটামিন এ
১৭. পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু
১৮. গিদ্ধা এবং ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য? পাঞ্জাব
১৯. টেলিভিশন কে আবিষ্কার করেছেন? জন লগি বেয়ারড
২০. ভারতের প্রথম মহিলা শাসক কে? রাজিয়া সুলতানা

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২১. তেল নদী কোন নদীর শাখানদী? মহানদী
২২. মাছ কোন অঙ্গের সাহায্যে শ্বাস নেয়? গিলস বা ফুলকা
২৩. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি কে দিয়েছিলেন? ভগত সিং
২৪. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কবে এবং কোথায় ঘটেছিল? ১৯১৯ খ্রিস্টাব্দ, অমৃতসর
২৫. ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু কোন দল প্রতিষ্ঠা করেছিলেন? ফরোয়ার্ড ব্লক

২৬. ‘পাঞ্জাব কেসরি’ কাকে বলা হয়? লালা লাজপত রায়
২৭. মহানদীর উৎসস্থল কোথায়? সিহোয়া, ছত্তিসগড়
২৮. কে স্যান্ডার্সকে হত্যা করেছিল? ভগত সিং
২৯. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে প্রথম শহীদ কে হন? মঙ্গল পান্ডে
৩০. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু

৩১. দু’বার এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে? সন্তোষ যাদব
৩২. ‘ব্রহ্ম সমাজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রাম মোহন রায়
৩৩. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? মুল শঙ্কর
৩৪. অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? ইটানগর
৩৫. ‘রামকৃষ্ণ মিশন’ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ

৩৬. ভাস্কো দা গামা ভারতে কবে আসেন? ১৪৯৮ খ্রিস্টাব্দে
৩৭. ভাস্কো দা গামা কোথা থেকে এসেছিলেন? পর্তুগাল
৩৮. সাঁচী স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ
৩৯. হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুর
৪০. কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়? গুরু নানক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!