এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > চাকরি প্রার্থীদের জন্য সুখবর – ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে বহু নিয়োগ, জানুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর – ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে বহু নিয়োগ, জানুন

এবার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের হাত ধরে পূর্ব বর্ধমানে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের নয়া হদিশ দিল রাজ্যসরকার। রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন বিভাগের ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর পক্ষ মহাকুমা সহ ব্লকস্তরে ৩২ জন কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যানেজার, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও এবং ব্লক লেভেল পদের জন্য কর্মী নিয়োগ করার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে। চলবে ৩০ অক্টোবর বিকেল ৫ টা অব্দি।

অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ২৩ থেকে ৪৪ বছর বয়সীরা এইসব সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনু্যায়ী ছাড় পাবেন। ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট, যেকোনও পেশায় ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার পদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট, যেকোনও পেশায় অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকা বাধ্যতামূলক। প্রজেক্ট আসিস্ট্যান্ট কাম ডিইও এবং ব্লক লেভেল স্টাফ পদের জন্য বিসিএ পাশ বাধ্যতামূলক। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকা আব্যশিক। এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রের খবরে।

প্রার্থী বাছাই-এর জন্য ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়-তারিখ-স্থান নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ডিস্ট্রিক্ট ম্যানেজার পদের জন্য মাসিক ২৫ হাজার টাকা, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার পদে ২০হাজার টাকা, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও পদে ১১হাজার টাকা এবং ব্লক লেভেল স্টাফের জন্য ১২হাজার টাকা দেওয়া হবে। চুক্তিভিত্তিতে প্রতিটি পদে নিয়োগ হবে নিয়ম মেনেই। জেলাস্তরে একজন করেই ডিস্ট্রিক প্রজেক্ট ম্যানেজার নেওয়া হবে।

সদর মহকুমা ছাড়া অন্যান্য মহকুমায় সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার পদে একজন করে কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও পদে জেলাস্তরে একজন এবং মহকুমাস্তরে একজন করে কর্মী নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ২৩টি ব্লকে একই সংখ্যক ব্লক লেভেল স্টাফ নেওয়া হবে। উল্লেখ্য,আগে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বেকার যুবক যুবতীদের ট্রেনিং প্রোভাইডার সংস্থা বিভিন্ন জায়গায় গিয়ে বিউটিশিয়ান, ইলেক্ট্রিশিয়ান সহ যাবতীয় হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া হতো।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এবার রাজ্যসরকার সিদ্ধান্ত নিয়েছে,জেলাস্তরে জেলাশাসকই এ বিষয়ে তদারকি করবেন। সেজন্য জেলা,মহাকুমা,ব্লক স্তরে কর্মী নিয়োগ করতে তৎপর হচ্ছে রাজ্যসরকার। এইসব কর্মীরা নিয়োগ হওয়ার পর প্রোভাইডার সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করবে। ফলে প্রকল্পের কাজে আরো গতি বাড়বে বলেই মনে করছেন তাঁরা। তাই নিয়োগেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!