এখন পড়ছেন
হোম > রাজ্য > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ,রাজ্যে হতে চলেছে বিপুল কর্মসংস্থান

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ,রাজ্যে হতে চলেছে বিপুল কর্মসংস্থান

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আনলো নবান্ন। এবার বিপুল কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে। রাজ্যে বর্ষা আগমনের আগেই তার প্রভাব থেকে শহর গুলিতে সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই উদ্যোগী হয়ে উঠেছে কলকাতা পুরসভা। বর্ষায় শুধু জমা জলের নিষ্কাশন জনিত সমস্যাই নয়। সেই জমা জলে কীটপতঙ্গের জন্ম হয় যা পরবর্তিতে নানা রোগ ব্যাধির সংক্রমন ঘটায়। এই সমস্যা শুধু কলকাতা পুর এলাকায় নয় রাজ্যের কম বেশি সর্বত্রই একই ভাবে পরিলক্ষিত হয়। আর সেই সমস্যার মোকাবিলার জন্যে আগাম প্রস্তুতি নিলো রাজ্য সরকার। এদিন নবান্ন সূত্রে জারী হওয়া একটি বিজ্ঞপ্তির বয়ান থেকে জানা গেলো রাজ্যসরকার এবার বিপুল পরিমান পতঙ্গবিদ নিয়োগ করতে চলেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নবান্নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভায় যে সমস্ত পতঙ্গবিদ রয়েছেন তাঁদের নেতৃত্বেই গঠন করা হবে টিম। গবেষনাগারের বাইরে বেরিয়ে পতঙ্গবিদরা রাজ্যের বিভিন্ন প্রান্তে হাতে কলমে কাজ করবেন । উল্লেখ্য গতবছরে ডেঙ্গি ম্যালেরিয়ার মতো মশক বাহিত রোগে চুড়ান্ত দুর্ভোগ পোহাতে হয়েছিলো রাজ্যবাসীকে। ঐ অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে উঠে ঘটনার সঠিক পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায় রাজ্য সরকারের মশাবাহিত রোগের মোকাবিলার জন্য যথেষ্ট পরিকাঠামো নেই। বর্তমানে মাত্র ৪ জন পতঙ্গবিদ রয়েছেন কলকাতাতে। কিন্তু জেলার স্বাস্থ্য দফতরগুলিতে একটিও পতঙ্গবিদ বহাল নেই। সেই পরিস্থিতির প্রতিকার করতেই রাজ্য সরকার এবার পতঙ্গবিদ পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিল। এই পতঙ্গবিদদের কাজ হবে কোন এলাকায় কী ধরনের মশার প্রাদুর্ভাব বেশী। কোন মশা কোথায় বেশী বংশ বিস্তার করে? তা বিশদে সমীক্ষা করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!