এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগে নয়া নির্দেশিকায় মাথায় হাত প্রার্থীদের

লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগে নয়া নির্দেশিকায় মাথায় হাত প্রার্থীদের

চাকরির চূড়ান্ত তালিকায় নির্বাচিত হওয়ার পরও আরও একটি নতুন যোগ্যতামান বিবেচনার বাধা সামনে এল রাজ্য সরকারি দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) নিয়োগের পরীক্ষায়। বেশ কয়েক বছর আগে হওয়া ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিটির দ্বারা পরিচালিত পরীক্ষা এলডিসি-র যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায় রাজ্যের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে। বন্ধ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

দীর্ঘদিন সংশ্লিষ্ট প্রার্থীদের ভবিষ্যৎ কার্যত ঝুলে থাকার পর গোটা পরীক্ষা প্রক্রিয়া শেষ করার দায়িত্ব দেওয়া হয় পিএসসিকে। সবশেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পরও পিএসসির তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয় এবার হবে টাইপ টেস্ট। স্বভাবতই দুশ্চিন্তায় পরে যান প্রার্থীরা কারণ এই টাইপ টেস্টের কথা আগে বলা হয়নি। এখন তারা অনিশ্চয়তার দোলাচলে ভুগছেন এই ভেবে যে এরপর না জানি কি নির্দেশ দেয় পি এস সি। পি এস সি এর এক কর্তার কথায় “এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। অর্থদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা তা পালন করেছি মাত্র।”

 এদিকে অর্থদপ্তর বলছে “পিএসসির পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে আসার পর পরীক্ষা পদ্ধতিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এর আগে সর্বশেষ এলডিসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাওয়া কর্মীদের এখনও টাইপ টেস্ট হয়নি। সেই খামতি এড়াতেই নতুন এলডিসি ব্যাচের পরীক্ষার্থীদের আগেভাগেই তা নিয়ে নেওয়া হল।”

পরীক্ষার নিয়মাবলি সম্পর্কে প্রশ্ন করা হলে পি এস সি থেকে জানানো হয়  সাড়ে ১২০০ শূ্ন্যপদের বিপরীতে চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছিলেন ১৬০০ জন। সম্প্রতি সংশ্লিষ্ট প্রার্থীদের টাইপ টেস্ট নেওয়া শেষ হয়েছে। আগামী ১০ আগস্ট বেহালা ব্লাইন্ড স্কুলের তত্ত্বাবধানে হবে দৃষ্টিহীন প্রার্থীদের টেস্ট।

বর্তমান বাজারে চাকরি প্রার্থীদের যা অবস্থা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হওয়ার পরও চাকরি না মেলায় ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে প্রার্থীদের মধ্যে। তবে পিএসসি সূত্রে খবর, চলতি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এলডিসি পদে চাকরি পাওয়া যোগ্য প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর সেই তালিকা নবান্নে পাঠানো হবে এবং সংশ্লিষ্টদের নিয়োগপত্র কিংবা পোস্টিংয়ের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!