চাকরি প্রার্থীদের জন্য সুখবর,২৫৫০ মহিলা কনস্টেবল নেবে রাজ্য রাজ্য December 31, 2017 চাকরি প্রার্থীদের জন্য সুখবর,নতুন বছরের শুরুতেই ২৫৫০ মহিলা কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গেছে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট এই দুই এর ভিত্তিতে নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে।আবেদন ফি ১৫০ টাকা। শিক্ষাগত যোগ্যতা — পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস। অন্যান্য যোগ্যতা — প্রার্থীদের বাংলা ভাষায় কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পং বাসি প্রার্থীদের ক্ষেত্রে ছাড়। বয়স— ১ জানুয়ারি ২০১৮-র ভিত্তিতে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। অভিজ্ঞতা — ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (এনভিএফ), হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারের যে সমস্ত সদস্যা পশ্চিমবঙ্গ পুলিসের অধীনে কর্মরত, তাদের ১ জানুয়ারি ২০১৮-র নিরিখে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তফসিলি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫ ও ৩ বছর ছাড়। আবেদন অফলাইন কিংবা অনলাইন দু’ভাবেই করা যাবে। আবেদন শুরু করার তারিখ ৩ জানুয়ারি আর আবেদন জামা দেবার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে আবেদনের ১৫০ টাকা ফি জমা দিতে হবে। তা জমা দেওয়া যাবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ জানুয়ারিai বিষয়ে বিশদ তথ্য www.policewb.gov.in ওয়েবসাইটে জানা যাবে। আপনার মতামত জানান -