এখন পড়ছেন
হোম > জাতীয় > যদি আয় বাড়ে,তাহলে মূল্যবৃদ্ধিও মেনে নিতে হবে- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই মন্ত্রীর

যদি আয় বাড়ে,তাহলে মূল্যবৃদ্ধিও মেনে নিতে হবে- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোল-ডিজেলের, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সর্বস্বান্ত করে দিচ্ছে মধ্যবিত্তকে। পেট্রোলের দাম বহুদিন আগেই সেঞ্চুরি পার করেছে। আর ডিজেলের দামও সম্প্রতি সেঞ্চুরি অতিক্রম করেছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মধ্যপ্রদেশের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়াকে। এ প্রসঙ্গে তিনি জানালেন, যদি আয় বাড়ে, তাহলে মূল্যবৃদ্ধিও মেনে নিতে হবে

মধ্যপ্রদেশের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া জানালেন যে, মানুষকে বুঝতে হবে যে, যদি আয় বাড়ে, তাহলে নিশ্চিত ভাবে কিছুটা মূল্যবৃদ্ধি মেনে নিতেই হবে। এটি একেবারে বাস্তব কথা। পেট্রোপণ্যের উপর কর ধার্য করে সরকার যে রাজস্ব পায়, সেই অর্থ জনস্বার্থমূলক সরকারি প্রকল্পে ব্যয় করা হয়। তাই এটা একবার এই ভেবে নেয়া উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এটা কখনোই ভাবা উচিত নয় যে, পেট্রোল-ডিজেলের দাম ১০ বছর আগে যা ছিল, এখনও তাই থাকবে। তিনি জানালেন, ১০ বছর আগে যে বেতন ছিল ৬০০০ টাকা, এখন সেই বেতন বৃদ্ধি পেয়ে ৫০০০০ টাকায় চলে গেছে। তাঁর বক্তব্য, সরকার তো সবকিছু বিনামূল্যে দিতে পারে না। মানুষকে বুঝতে হবে যে, যদি মানুষের আয় বাড়ে, তবে মূল্যবৃদ্ধিও মেনে নিতে হবে।

তিনি জানিয়েছেন, গত কয়েক বছর ধরে সমাজের সকল স্তরের মানুষের আয় বেড়েছে। আগে সকলের ঘরে একটিই মোটর সাইকেল থাকতো। যা থাকতো গৃহকর্তার কাছে। কিন্তু এখন অনেকের কাছেই গাড়ি আছে। এর ফলে পেট্রোল-ডিজেলের ব্যবহার অনেকটাই বেড়েছে। তিনি প্রশ্ন করেছেন, দেশে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যখন ছিল, সে সময় কি দেশে মূল্যবৃদ্ধি ঘটেনি? মূল্যবৃদ্ধি কি শুধু নরেন্দ্র মোদির সময়ই হয়েছে?

তিনি জানান, মূল্যবৃদ্ধি হলো একটি চক্রের মত। যা অবিরাম ঘুরতে থাকে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে, মধ্যপ্রদেশ সরকার কি ভ্যাট কমানোর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে? এর উত্তরে তিনি জানান, সরকার সমস্ত কিছুই নিখরচায় দিতে পারেনা। পেট্রোপণ্যর উপরে কর আরোপ করে যে রাজস্ব পাওয়া যায়, সেই অর্থ জনস্বার্থ মূলক কাজে ব্যবহার করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!