জেলবন্ধীদের জন্য সুখবর আনলেন রামদেব জাতীয় June 19, 2018 আগামী ২১ শে জুন পালিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই দিবস উপলক্ষ্য করে আগামী রবিবার তিহার জেলের অন্তত ১১ হাজার বন্দীকে যোগ প্রশিক্ষণ দেবেন ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব যোগগুরু বাবা রামদেব। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে উল্লেখ্য ২০১৪ সালের ১১ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ২১ শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। কারা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যোগ গুরু তিহার জেলে বন্দীদের যোগ শিক্ষা দেওয়ার পাশাপাশি কাজের সুযোগও দেবেন। আগামী রবিবার বাবা রামদেব কম করে চার ঘন্টা সময় জেলবন্দীদের সাথে অতিবাহিত করবেন বলেও জানা গিয়েছে। কেন্দ্রঈয় সরকারের উদ্যোগে যোগ গুরুর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহল সন্দীহান। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে রাজনৈতিক মহল সূত্রে অনুমান করা হচ্ছে এই জেলে বন্দীদের উৎপাদিত পণ্য বাজারজাত করার উপায় সংক্রান্ত বিষয়ে জেল আদিকারকদের সাথে আলোচনা করতে পারেন যোগ গুরু। এক্ষেত্রে রামদেবের কোম্পানির সঙ্গে তিহার জেলের বন্দীদের উৎপাদিত পণ্যের সংযোগ স্থাপন করে দেশ সহ বিদেশের বাজারে বিক্রীর ব্যবস্থা করা হতে পারে। তিহার জেলে বন্দীদের যোগ প্রশিক্ষণ প্রসঙ্গে সংবাদমাধ্যম কে যোগ গুরু রামদেব বললেন, ”যোগ রাগ ও প্রতিশোধ নেওয়ার মানসিকতার বিলুপ্তি ঘটায়। আর আমি যোগের মাধ্যমে বন্দীদের মধ্যে ক্রোধ মুক্তির পথের সন্ধান দেওয়ার চেষ্টা করব।” আপনার মতামত জানান -