এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগীর রাজ্যে মুসলিমদের পুলিশের হুমকি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী

যোগীর রাজ্যে মুসলিমদের পুলিশের হুমকি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী


এবার যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে বিপাকে পড়লেন বিজেপি সরকার। যখন দেশে নাগরিকপঞ্জি বিল নিয়ে অশান্তির আগুন জ্বলে উঠেছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কেন্দ্রীয় সরকারের ওপর অভিযোগ উঠেছে যে তারা জাতিগত বিভেদ সৃষ্টি করছে, ঠিক সেই সময় এই অভিযোগকে সত্য প্রমাণিত করতে উত্তরপ্রদেশের পুলিশের মুখে একটি সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল। ঘটনাটি শনিবার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি সামনে আসার পরেই তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশের বিভিন্ন মহলে।

উত্তরপ্রদেশের পুলিশের মুখে এই সাম্প্রদায়িক মন্তব্য যদি সত্যি হয় তাহলে তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকিভ। শনিবার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, মুসলিম এলাকায় ‘রায়ট গিয়ার’ পরে পুলিশ পৌঁছায় এবং সেখানে কয়েকজন মুসলিম ব্যক্তির উদ্দেশ্যে পুলিশ বলতে থাকে ‘যারা কালো ও নীল ব্যাজ পড়ে রয়েছে তাদের বল পাকিস্তান চলে যেতে।’ এহেন মন্তব্যে দেশের বিভিন্ন মহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

এহেন মন্তব্যে দেশের বিভিন্ন মহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। অস্বস্তিতে পড়েছে উত্তর প্রদেশের বিজেপি সরকার। ঠিক এই মূহুর্তে পুরো বিষয়টিকে সামাল দিতে রাজনৈতিক মঞ্চে পদার্পণ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকিভ। তিনি বলেছেন, পুলিশ যদি এ ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করে থাকে, তাহলে অবশ্যই তাঁদের শাস্তি পাওয়া উচিত। এরপরে তিনি আরো বলেন, সাম্প্রদায়িক হিংসায় যেই জড়িত থাকুক, পুলিশ কিংবা জনতা-তা কোনোভাবেই মেনে নেওয়া যাবেনা। গণতন্ত্রে এধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের উচিত নির্দোষদের রক্ষা করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শুক্রবার মেরঠে সংখ্যালঘু এলাকায় পুলিশ যায় খানাতল্লাশি চালাতে। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ অফিসার অখিলেশ নারায়ন সিং এলাকায় প্রবেশ করেন। সেখানেই কয়েকজন মুসলিম ব্যক্তিদের সঙ্গে তাঁর দেখা হয়। তাদেরকে অফিসার প্রশ্ন করেন, তাঁরা কোথায় যাচ্ছে? মুসলিম ব্যক্তিরা প্রত্যুত্তরে জানান, তাঁরা নামাজ পড়তে যাচ্ছেন। এর পরেই অখিলেশ নারায়ন সিং বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন, ‘সে ঠিক আছে। কিন্তু যারা কালো ও নীল ব্যাচ পড়ে রয়েছে, তাদের বল পাকিস্তান চলে যেতে।’ বাধ্য হয়ে এরপর ঐ মুসলমান ব্যক্তিরা বলেন, ‘ঠিক আছে।’

সারাদেশে বর্তমানে নাগরিকপঞ্জি তালিকা সংশোধনী নিয়ে এবং নাগরিক বিল নিয়ে যেখানে অশান্তির আগুন জ্বলে উঠেছে, পুঞ্জিভূত ক্ষোভ যেখানে আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছে, সেখানে এ ধরনের সাম্প্রতিক মন্তব্য দেশবাসীর ক্ষোভে ঘি ঢালার কাজ করবে বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, এ ধরনের মন্তব্যের ফলে কেন্দ্রীয় সরকারের প্রতি যে অভিযোগ উঠেছে অর্থাৎ জাতিগত বিভেদ তৈরি করার, তার ওপর সীলমোহর পড়বেই। অতএব কেন্দ্রীয় নেতৃত্বের উচিৎ এ ধরনের মন্তব্য যাতে ভবিষ্যতে আর কেউ না করে সেদিকে কঠোর নজর দেওয়া। আপাতত পুরো বিষয়টির ওপর নজর রেখেছে রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!