এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ‘যোগী আদিত্যনাথের বক্তব্য অসম্মানকর’, তীব্র ক্ষোভপ্রকাশ নেপালের প্রধানমন্ত্রীর

‘যোগী আদিত্যনাথের বক্তব্য অসম্মানকর’, তীব্র ক্ষোভপ্রকাশ নেপালের প্রধানমন্ত্রীর


সম্প্রতি ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যথেষ্ট তলানীতে এসে পৌঁছেছে। এর কারণ একমাত্র সীমান্ত সংঘাত এর জের বলে মনে করেন রাজনোইতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, নেপাল ভারতের উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা নিজেদের এলাকার দাবি তুলে বারবার সংঘাতের রাস্তায় এগিয়ে আসছে ভারতের সঙ্গে। উপরন্তু তাঁরা নতুন মানচিত্র তৈরি করেছে যাতে ভারতের বহু জায়গাই তাঁদের মানচিত্রে জায়গা করে নিয়েছে। আর সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেপালের প্রধানমন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিলেন বুধবার সাংবাদিক সম্মেলনে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি নেপালের প্রতি মন্তব্য করেন। তাঁর মতে, নেপালের তিব্বতের মতন কোন ভুল করা উচিত নয়। যদিও তাঁর ইশারা চীনের দিকেই ছিল বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে যোগী আদিত্যনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার নেপালের প্রধানমন্ত্রী ওলি জবাব দিলেন। যোগী আদিত্যনাথ এর মন্তব্যকে যথেষ্ট অসম্মানজনক বলে দেগে দিলেন নেপালের প্রধানমন্ত্রী। তাঁর মতে নেপালের মানচিত্র নিয়ে এই মুহূর্তে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে, সে জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট অসম্মানজনক।

অন্যদিকে বুধবার নেপালের নতুন মানচিত্রটি পার্লামেন্টে পাস করানোর জন্য সংবিধান সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ওলি এবং এই প্রস্তাবে সমর্থন দেয় প্রধান বিরোধী দল নেপাল কংগ্রেস। এর ফলে নেপালের নতুন মানচিত্র পাস হওয়ার বিষয়ে আর কোন সমস্যাই রইলনা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী ওলি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র অভিযোগের ফলায় বিঁধে বলেন, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নেপালের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন তা মোটেই সম্মানকর নয়। ভারত সরকারের এদিকে লক্ষ্য দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার একটু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন সে দিকে আলোকপাত করা যাক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেপালের উদ্দেশ্যে বলেন, ‘নেপালের ভাবা উচিত তিব্বতের সঙ্গে কী ঘটেছে। সেই কথা চিন্তা করে তাদের তিব্বতের মতো ভুল করা উচিত নয়। রাজনৈতিক ভাবে ভারত ও নেপাল দুটি আলাদা দেশ হলেও দুজনের আত্মা এক। দুই দেশের সংস্কৃতি ও ইতিহাস এক অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যু্ক্ত।’ অন্যদিকে নেপালের সংসদে সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে যে সীমান্ত সমস্যা মাথাচাড়া দিয়েছে তা সমাধান করার জন্য বারবার তারা ভারতের কাছে আবেদন জানিয়েছেন আলোচনার জন্য।

কিন্তু ভারত তাঁদের কোনরকম সাড়া দেয়নি। উপরন্তু নেপালের দাবি, নিজেদের সীমানা ফিরে পাওয়ার জন্য তাঁরা সম্পূর্ণ আস্থাশীল এবং তাঁরা নিজেদের দাবি প্রমাণসহ কূটনৈতিক স্তরে উপস্থাপিত করবেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সীমানা ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে নেপাল এবং ভারত। বিশেষজ্ঞদের মতে, যে ভূখণ্ডটি নিয়ে এত বিতর্ক সেই ভূখণ্ডটি আসলে ভার্‌ নেপাল এবং চীন- এই তিন দেশের একটি সংযোগস্থল। তাই কৌশলগতভাবে নেপাল এটির উপর অধিকার বিস্তার করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!