এখন পড়ছেন
হোম > জাতীয় > ৫ মাসে প্রাণ গেল ১১১ শিশুর, টালমাটাল যোগীর রাজ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

৫ মাসে প্রাণ গেল ১১১ শিশুর, টালমাটাল যোগীর রাজ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

গত পাঁচ মাসে ১১১ জন শিশুর মৃত্যু হয়েছে  গুজরাটের জি কে জেনারেল হাসপাতালে। রাজ্যে অল্প কদিনের মধ্যে এই হারে শিশু মতৃত্যুর ঘটনায় কার্যতই বিপাকে রুপাণি সরকার। আদানি এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের অধীনস্থ এই হাসপাতালটি। চাপের মুখে গুজরাট সরকার এই শিশুমৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছে।হাসপাতাল সূত্রে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে চলতি বছর শুরু থেকে ২০ শে মে পর্যন্ত সেখানে ১১১টি শিশুর মৃত্যু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে হাসপাতাল একথাও দাবি করা হয়েছে যে দেরীতে হাসপাতালে ভর্তি এবং অপুষ্টিজনিত কারণেই মূলত রাজ্যে শিশু  মৃত্যুর ঘটনা ঘটেছে। গুজরাটের স্বাস্থ্য বিষয়ক কমিশনার জয়ন্তী রাভি বললেন এই ঘটনার তদন্তের জন্যে সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যার সদস্যেরা এই বিষয়টি বিশদে খতিয়ে দেখবেন। এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট জি এস রাও বললেন, “, ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত হাসপাতালে প্রায় ৭৭৭ শিশু ভরতি হয়েছিল। এর মধ্যে হাসপাতালে জন্মেছে এমন শিশুও রয়েছে। এই ৭৭৭টি শিশুর মধ্যে ১১১টি শিশুর মৃত্যু হয়েছে।” তবে বিগত বছর গুলির পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় সেখানে শিশু মৃত্যুর ধারা একই রকম ভাবে অব্যাহত। ২০১৬ সালে এই হাসপাতালে ২৫৮টি শিশুর মৃত্যু হয়েছিল। ২০১৬ সালে ২০১৬ সালে শিশুমৃত্যুর সংখ্যা ছিল ১৮৪ । এবং ২০১৫ সালে ছিলো ১৬৪ জন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!