এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগীরাজ্যে এবার নামবদল হতে চলেছে ইতিহাস প্রসিদ্ধ এই স্থানের, প্রতিবাদ বিরোধী শিবিরের

যোগীরাজ্যে এবার নামবদল হতে চলেছে ইতিহাস প্রসিদ্ধ এই স্থানের, প্রতিবাদ বিরোধী শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যোগী আদিত্যনাথ সরকারের আমলে উত্তরপ্রদেশের একাধিক ইতিহাস প্রসিদ্ধ জেলা, শহরের নাম পরিবর্তন করা হয়েছে। যাদের মধ্যে অন্যতম হলো এলাহাবাদ, ফৈজাবাদ ইত্যাদি। আর এবার নাম পরিবর্তন হতে চলেছে ইতিহাস প্রসিদ্ধ আলিগড়ের। আলিগড়ের নাম বদলে দিয়ে তা হরিগড় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সহজেই এই প্রস্তাব পাশ করে নিতে পেরেছে বিজেপি। তাই, যে কোন সময় ইতিহাস প্রসিদ্ধ এই জেলার নাম বদলে যাবে বলে, মনে করা হচ্ছে।

পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আলিগর জেলার নাম পরিবর্তনের দাবি উঠেছিল। ইতিহাস প্রসিদ্ধ এই জেলার নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা যায়? সে বিষয়েও আলোচনা চলে। তখন প্রস্তাব দেওয়া হয়, এই জেলার নাম রাখা হোক হরিগড়। জেলা পঞ্চায়েত সদস্য উমেশ যাদব, কেহরি সিং আলিগড় এর নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব দিয়েছেন। পঞ্চায়েত বোর্ডের অধিকাংশ সদস্য এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তবে এখনও এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস করানোর কাজ বাকি আছে। তবে জানা যাচ্ছে ,সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সেখানেও কোনো সমস্যা হবে না বিজেপির। তাই, আলিগড়ের নাম বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার আলিগড়ের সঙ্গে সঙ্গেই ছিলেন মৈনপুরী জেলার নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই জেলার নাম পরিবর্তন করে ময়ননগর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি ময়ন ঋষির তপস্যা ক্ষেত্র। জেলা পরিষদের অধ্যক্ষ অর্চনা ভাদোরিয়া এর নাম পরিবর্তন করে ময়ননগর রাখার প্রস্তাব দিয়েছিলেন। জেলা পঞ্চায়েত ভোটে এই প্রস্তাব পাস হতে চলেছে। তবে রাজ্য সরকারের কাছে এখনো এই প্রস্তাবগুলি পাঠানো হয়নি। এই প্রস্তাবগুলি এখনো জেলা স্তরেই রয়েছে। রাজ্য সরকারের সম্মতি ছাড়া নাম পরিবর্তনের কাজ সম্পন্ন হবে না, রাজ্য সরকারের সম্মতির জন্য অপেক্ষা করতে হবে স্থানীয় প্রশাসনকে। এদিকে, একাধিক বিরোধী শিবিরের পক্ষ থেকে ইতিহাস প্রসিদ্ধ স্থানের নাম পরিবর্তনের তীব্র বিরোধিতা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!