এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগী রাজ্যের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে একেবারে তুলোধোনা করলেন সুকান্ত, তাজ্জব রাজ্য রাজনীতি

যোগী রাজ্যের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে একেবারে তুলোধোনা করলেন সুকান্ত, তাজ্জব রাজ্য রাজনীতি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে মানুষকে কিছুটা সুরাহা দিতে পেট্রোপণ্যের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে কেন্দ্র। পেট্রোলের দাম ৫ টাকা ও ডিজেলের দাম ১০ টাকা কমতে পেরেছে যার ফলে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলির কাছে আর্জি জানানো হয়েছে যে, রাজ্যগুলোও যেন পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট কমিয়ে দেয়। কেন্দ্রের এই আর্জি মেনে নিয়েছে উত্তরপ্রদেশ। তবে পশ্চিমবঙ্গ এখনো সেপথে হাটে নি। আজ উত্তরপ্রদেশের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সরকারের প্রবল সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন যে, তৃণমূল সরকারে কোন নিয়ন্ত্রন নেই। উত্তর প্রদেশ যদি পারে, তবে পশ্চিমবঙ্গ কেন পারবে না? তিনি প্রশ্ন করেছেন, উত্তর প্রদেশের মানুষ যে সুযোগ পাচ্ছে, বাঙালি কি সেই সুযোগ পেতে পারবে না? পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেয়ার দাবি জানিয়ে জেলায় জেলায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে যে রাজ্যগুলি, তার মধ্যে অন্যতম হলো যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে পেট্রোলের উপরে ৭ টাকা, ডিজেলের উপর ২ টাকা ভ্যাট কমানো হয়েছে। এরফলে পেট্রোল ও ডিজেল উত্তরপ্রদেশে প্রতি লিটারে ১২ টাকা করে কমতে পেরেছে।

উত্তরপ্রদেশের মতো আরও বেশকিছু বিজেপি শাসিত রাজ্যও পেট্রোপণ্যের উপর থেকে কমিয়ে দিয়েছে ভ্যাট। যে রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাট, হরিয়ানা, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মনিপুর, উত্তরাখন্ড। আবার বিজেপি শাসিত নয়, এই ধরনের কিছু রাজ্যও পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে ওড়িশা, সিকিম। কিন্তু পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্য সে পথে হাঁটেনি।

যাকে ঘিরে তৃণমূল সরকারকে প্রবল কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তাঁর কাজ করেছেন, আর দিদি কি করেছেন? তিনি প্রশ্ন করেছেন, বাংলা কি তবে পিছিয়ে থাকবে? পেট্রোপণ্যের উপর শুল্ক কমানোর দাবি করেছেন তিনি।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, পেট্রোপণ্যের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের কর কমাতে পারে। রাজ্য সরকার যে শুল্ক পায়, তার পুরোটাই রাজ্য নিয়ে নেয়। আর কেন্দ্র সরকার পাওয়া শুল্কের ৬০% ফিরিয়ে দেয়া রাজ্যকে। এরফলে চল্লিস টাকারও বেশি রাজ্য সরকার পেয়ে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!