এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > যোগীর বিরুদ্ধে কে হবেন মুখ্যমন্ত্রী মুখ ? কে হবেন দলের কান্ডারী ? বড়রকম দ্বিধায় কংগ্রেস

যোগীর বিরুদ্ধে কে হবেন মুখ্যমন্ত্রী মুখ ? কে হবেন দলের কান্ডারী ? বড়রকম দ্বিধায় কংগ্রেস


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই খবর নিয়ে গতকাল সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য থেকেও অনেকে মনে করেছিলেন, তিনিই হতে চলেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ। তবে, আজ এ বিষয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পরিষ্কার জানিয়ে দিলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। যে অনুষ্ঠানে যোগদান করেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেই অনুষ্ঠানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, তাঁরা কি অন্য কারো মুখ দেখতে পাচ্ছেন? তাঁর মুখই সর্বত্র দেখা যাচ্ছে, তাই নয় কি ? তার এই বক্তব্য থেকে অনেকে মনে করেছিলেন, উত্তরপ্রদেশে তিনিই হতে চলেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আজ তিনি এ বিষয়ে বেশ কিছু বক্তব্য রাখলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানালেন, বারবার তাঁকে প্রশ্ন করার কারণে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনো ঠিক করা হয়নি। দল ঠিক করে দেবে, কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তিনি জানালেন, অনেক রাজ্য আছে যেখানে কংগ্রেস বা বিজেপি ইনচার্জ নিয়োগ করেছে। তাঁরা মুখ্যমন্ত্রী মুখ হবেন কিনা? সে বিষয়ে তাদের প্রশ্ন করা হোক। কিন্তু শুধুমাত্র তাকে কেন এই প্রশ্ন করা হচ্ছে? অর্থাৎ উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ফের তৈরি হল বড় রকম ধোঁয়াশা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!