জহর-সুখেন্দুকে নিয়ে অস্বস্তি তৃণমূলের, পাল্টা কটাক্ষ করে একি বললেন সৌগত রায়! তৃণমূল রাজনীতি রাজ্য September 18, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কান্ডের প্রতিবাদে সাধারণ মানুষ যেমন রাস্তায় নেমেছে, ঠিক তেমনই তৃণমূলের ভেতর থেকেও তৈরি হয়েছে বিদ্রোহ। যেখানে ইতিমধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোষ্টের পর তৃণমূলের দলীয় মুখপত্রের সম্পাদক পদ থেকে পদত্যাগ করতে দেখা গিয়েছে বর্তমান সাংসদ সুখেন্দুশেখর রায়কে। আর এই পরিস্থিতিতে এই দুই ব্যক্তিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। সূত্রের খবর, এদিন জহর সরকার এবং সুখেন্দুশেখর রায়কে নিয়ে সৌগতবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকসভার তৃণমূল সাংসদ বলেন, “এরা দুই জনই ভোটে জিতে আসেননি। জহর সরকার কোনোদিন ভোটে লড়েননি। আর সুখেন্দুশেখর রায় কোনোদিন ভোটে জেতেননি। এরা রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছিলেন। মানুষের ভোটে জিতে আসেননি। কাজেই এদের এই সমস্ত প্রতিবাদের কোনো মূল্য নেই।” আপনার মতামত জানান -