এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১০০০ কর্মী সমর্থকের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১০০০ কর্মী সমর্থকের

আগামী পঞ্চায়েত ভোটের আগে দলবদলের খেলা চলছে রাজ্যে। এক দল ছেড়ে অনন্য দলে যোগ লেগেই আছে। এবার ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন ধরিয়ে এদিন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন প্রায় ১০০০-কর্মী-সমর্থক। এদিন গোঁসাইয়ের হাট এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি আর সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের হেভিওয়েট নেতারা – নেত্রী ও কর্মী সমর্থকেরা।বিজেপিতে যোগ দিলেন ঝারআলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জগন্নাথ রাভা পঞ্চায়েত সমিতির সদস্য মালতী রাভা, এবং তৃণমূল নেতা দীনেশ রায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি-র অঞ্চল সভাপতি রাজকুমার বর্মণ ও ধূপগুড়ি পৌরসভার কাউন্সিলর কৃষ্ণদেব রায়।এদিকে এই যোগদানের ফলে বিজেপি স্বাভাবিকভাবেই খুশি। তাদের মতে রাজ্যের শাসকদল যতই সন্ত্রাস করে বিজেপিকে আটকানোর চেষ্টা করুন না কেন মানুষ তাদের পাশে আছে, আর তাই বিজেপি বেড়েই চলবে।আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্লকের সব গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিততে চলেছে।শুধু তাই নয় পঞ্চায়েত সমিতিও বিজেপি দখল করবে। অন্যদিকে যোগদানকারীদের বক্তব্য যে তাঁদের সেভাবে কাজ করতে দেওয়া হয়নি। ফলে তাঁদেরকে জনগণের কাছে খারাপ হতে হচ্ছে। আর সেই ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। এই নিয়ে অবশ্য তৃণমূল নেতৃত্ব জানান যে তাদের কাছে এখনো এমন কোনো খবর নেই যে তাঁদের দল ছেড়ে তাঁদের নেতা কর্মীরা বিজেপিতে গেছেন। খবর পেলে পরে সেই প্রসঙ্গে কথা বলবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!