এখন পড়ছেন
হোম > রাজ্য > উলটপুরাণ! উত্তরবঙ্গে তৃণমূলকে বিদায় জানিয়ে শতশত ঘরের ছেলে ঘরে ফিরছেন

উলটপুরাণ! উত্তরবঙ্গে তৃণমূলকে বিদায় জানিয়ে শতশত ঘরের ছেলে ঘরে ফিরছেন

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী স্থির হওয়ার অল্প সময়ের মধ্যেই মোট আসনের বেশ কয়েকটি তে জয়লাভ করে রাজ্যে শাসক দল। নির্বাচনের আগেই এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এত কিছুর মধ্যেও উত্তরবঙ্গ বয়ে আনলো রাজ্যের শাসক দলের জন্যে একটা অপ্রত্যাশিত খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আলিপুরদুয়ার জেলায়  তৃণমূল কংগ্রেস নেতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শতাধিক তৃণমূল নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এদিন আলিপুরদুয়ারে জেলার কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকার নবাগত দলীয় কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের প্রদেশ কংগ্রেস দলে বরণ করে নেন। কংগ্রেসে যোগদানের পরেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তাঁর তাঁর ব্যক্তিগত অপছন্দের তালিকা প্রকাশ করলেন। তিনি জানালেন প্রাক্‌ পঞ্চায়েত নির্বাচনী পর্বে আচমকাই তাঁর তৃণমূল কংগ্রেস দলত্যাগের কারণ। রাজ্যের অন্য জেলায় যখন বিরোধী দলের কর্মী সমর্থকেরা শাসক দলের সদস্য পদ গ্রহণ করছে ঠিক সেই সময়েই তৃণমূল কংগ্রেস দল থেকে সদস্যেরা অন্য দলে যোগ দেওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই দলের শীর্ষ নেতৃত্বের মনে উদ্বেগের সঞ্চার করেছে। অন্যদিকে কংগ্রেস শিবির বেশ আত্মবিশ্বাসী  অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয় দলীয় কর্মীকে ঐ দলে পেয়ে। আর উত্তর বঙ্গে রাজ্যের শাসক দলের অন্দরে বিচ্ছেদ এনে কার্যত আশাবাদী প্রদেশ কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!