এখন পড়ছেন
হোম > রাজ্য > টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলে বিজেপির হেভিওয়েট নেতা

টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলে বিজেপির হেভিওয়েট নেতা

আদালতের রায়ে থমকে রয়েছে পঞ্চায়েত ভোট আর এর মধ্যেই দলে টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাদারিহাটের বিজেপি নেতা সতীশচন্দ্র নার্জিনারী।সঙ্গে তাঁর সঙ্গে প্রায় শতাধিক বিজেপি কর্মী এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মা ও স্থানীয় বিধায়ক সৌরভ চক্রবর্তী। এদিন তৃণমূলে যোগ দিয়ে সতীশবাবু জানান “আমরা মনোজ টিগ্গাকে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এলাকার বিধায়ক করেছিলাম। কিন্তু, এলাকার উন্নয়নে কোনও কাজই হচ্ছে না। মনোজ দলীয় কর্মীদের মতামত ছাড়াই কাজ করে। এই বছর পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও দলীয় কর্মীদের মতামত নেওয়া হয়নি। তাই, দল ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।”এদিকে মোহন শর্মা জানান, “ওঁর মতো সংগঠক দলে আসায় খুশি।এবারে আমরা বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ব।” এই নিয়ে অবশ্য বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “আয়ারাম-গয়রাম আমাদের দল থেকে চলে গেলে কারোর কোনও ক্ষতি হবে না। ওঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”তবে কেন যে বিজেপি সতীশবাবুকে নিয়ে এইপ্রকার অনীহা দেখালেন তা নিয়ে উঠছে প্রশ্ন কেননা জানা গেছে যে সতীশবাবু ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি ছিলেন। শুধু তাই নয় ২০১৬ সালে মাদারিহাট বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা যে জয় পেয়েছিলেন তার ও হকদার ছিলেন তিনি। তবু তাঁকে দল কেন প্রার্থী করলো না তা নিয়েও দ্বন্ধ ছিল। তবে যায় হোক সতীশবাবুকে দলে পেয়ে খুশি তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!