এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক তৃণমূলের,এবার মুকুলের ঘর ভাঙলেন শুভেন্দু

পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক তৃণমূলের,এবার মুকুলের ঘর ভাঙলেন শুভেন্দু

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা দিলো বিজেপিকে। এদিন মুকুলের ঘর ভাঙলেন শুভেন্দু। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।আর এদিন তাঁর হাত ধরেই বিজেপি এবং সিপিএম ছেড়ে শতাধিক কর্মী তৃনামলে যোগ দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তমলুক ব্লক বিজেপির মন্ডল কমিটির সাধারণ সম্পাদক শ্রী রামপদ জানা। সিপিএম-এর লোকাল কমিটি মেম্বার এবং শাখা সম্পাদক খোসরুল আলম, সিপিএম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য কালীপদ প্রামাণিক শো একাধিক হেভিওয়েট নেতাদের তৃণমূলে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও বিধস্ত বিজেপি ও সিপিআইএম শিবির। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দুবাবু। এদিন তিনি এই প্রসঙ্গে জানান যে, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ডে সামিল হওয়ার জন্য একের পর এক বিরোধী দল ছেড়ে আমাদের দলে সামিল হচ্ছে। তাঁদের আমরা স্বাগত জানিয়েছি। আমরা সকলকে সাথে নিয়ে তৃণমূল স্তরের উন্নয়ন করে সাধারণ মানুষের পাশে থেকে এগিয়ে যেতে চাই।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুর্ত কর্মাধ্যক্ষ সোমানাথ বেরা, গোপাল মাইতি সহ অন্যান্যরা। কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট আর তার আগেই এই দল ভাঙ্গায় মাস্টারস্ট্রোক দিলো তৃণমূল বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!