এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে নাম লেখালেন একঝাঁক তারকা, জেনে নিন

বিজেপিতে নাম লেখালেন একঝাঁক তারকা, জেনে নিন


লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। শুধু রাজনৈতিক ক্ষেত্রতেই নয়, টলি পাড়াতেও ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে শুরু করে গেরুয়া শিবির। যা নিয়ে বর্তমানে প্রবল চিন্তায় পড়েছিল রাজ্যের শাসক দল। আর এবার তৃণমূলের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়ে ফের টলিপাড়ায় নিজেদের শক্তিবৃদ্ধি করল বিজেপি।

সূত্রের খবর, বুধবার দুপুরে হাওড়ার শিবপুরে রামগড়িয়া ভবন গুরুদোয়ারা হলে বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহ সভাপতি শিবরাজ সিং চৌহান। আর সেই অনুষ্ঠানেই একঝাঁক অভিনেত্রী, অধ্যাপক এবং বিশিষ্ট শিল্পপতিরা গেরুয়া শিবিরের পতাকা নিজেদের হাতে তুলে নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠানে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন নদিয়ার করিমপুরের প্রাক্তন বিধায়ক সমরেন্দ্র ঘোষও। বস্তুত, চলতি মাসেই টলিপাড়ার বিশিষ্ট অভিনেত্রী রিমঝিম মিত্র সহ আরও বেশ কয়েকজন তারকা বিজেপিতে যোগ দেন।

পরবর্তীতে একুশে জুলাই যখন তৃণমূলের শহীদ সমাবেশ চলছে, সেই দিন বিজেপির সদর দপ্তরে ফের এক ঝাঁক তারকা গেরুয়া শিবিরে নাম লেখান। যার ফলে বর্তমানে 2011 সালে রাজ্যে পালাবদলের পর যে টলিজগতে বিস্তার লাভ করেছিল তৃণমূল, সেখানে তৃণমূলকে টেক্কা দিয়ে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।

তবে মাঝে বিজেপিতে যোগদান পর্ব বন্ধ হয়ে গেলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। কিন্তু এদিন সমাজের বিশিষ্ট মানুষজনের বিজেপিতে যোগদান রাজ্যের শাসকদলের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!