এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী

উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী

আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা, সাংসদদের বিজেপিতে যোগদান করিয়ে তৃণমূলকে অনেকটাই চাপে রাখতে শুরু করেছেন বঙ্গ রাজনীতির চাণক্য তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। আর এরই মাঝে এবার তৃনমূলের অস্বস্তিকে আরও বৃদ্ধি করে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধর্তিমোহন রায়ও যোগদান করলেন সেই বিজেপিতেই।

তবে শুধু এই ধর্তিমোহন রায়ই নয়, এদিন তার সাথে রাজগঞ্জের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকর্মী বিজেপিতে যোগ দেন। আর হঠাৎ লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নেতার বিজেপিতে যোগদান অনেকটাই ভাবিয়ে তুলতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে।

জানা গেছে, 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই এই জলপাইগুড়ি জেলায় শিক্ষক নেতা হিসেবে লড়াই করতে দেখা যায় এই প্রাক্তন তৃণমূল নেতা ধর্তিমোহন রায়কে। গত 2016 সালের জলপাইগুড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের তরফে তিনি প্রার্থী হলেও বাম-কংগ্রেসের জোটের প্রার্থী সুখবিলাস বর্মার কাছে হেরে যান তিনি।

এদিকে গত 2012 সালে রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নিযুক্ত হন। তবে গত 2017 সালের নভেম্বর মাস পর্যন্ত সেই পদে বহাল থাকলেও তারপরে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর এরপরই দিনকে দিন দল থেকে গুরুত্ব হারাতে শুরু করেন ধর্তিমোহন রায়। আর অবশেষে সোমবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।

এদিকে লোকসভা ভোটের আগে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সৈনিকের বিজেপিতে যোগদানে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি এবার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির তরফে জলপাইগুড়ি আসনে প্রার্থী হবেন ধর্তিমোহন রায়? এই নিয়ে নানা মহলে নানা জল্পনা চললেও এদিন এই প্রসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার সেই ধর্তিবাবু বলেন, “আমি তৃণমূলের জন্মলগ্ন থেকেই দল করছি। গত এক বছর ধরে দল যখন গুরুত্ব দেয়নি, তখন নিজেকে দলের পক্ষে অযোগ্য মনে হয়েছে। এরই মধ্যে বিজেপির অনেকেই আমাকে যোগদানের কথা বলেছেন, তাই বিজেপিতে যোগদান করেছি। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেটাই পালন করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ধর্তিমোহন রায়ের মত সৎ নেতারা তৃণমূলে থাকতে পারবেন না। তার হাত ধরে অনেকেই বিজেপিতে আসবেন বলে এদিন মন্তব্য করেন উত্তরবঙ্গের বিজেপি সহ-আহ্বায়ক দীপেন প্রামানিক। তবে জন্মলগ্ন থেকে তৃণমূলের পাশে থাকা এই ধর্তিমোহন রায়ের বিজেপিতে যোগদানে কি জেলা তৃণমূল অস্বস্তিতে পড়বে না?

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “উনি দলের কোনো পদে ছিলেন না। শিক্ষাদপ্তর ওনাকে ডিপিএসসি চেয়ারম্যান করেছিল। সেখানে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় সরিয়ে দেওয়া হয়েছে। এতে দলে কোনোও প্রভাব পড়বে না।”

তবে জেলা তৃণমূলের সভাপতি যাই বলুন না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি এই জলপাইগুড়ি থেকে তৃণমূলের একদা জন্মলগ্ন থেকে থাকা সদস্য ধর্তিমোহন রায় বিজেপির প্রার্থী হন, তাহলে শাসক দলকে যে অনেকটাই বেগ পেতে হবে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!