বিজেপিতে যোগ দিতেই কাউন্সিলরদের বাড়িতে শুরু পুলিশি তল্লাশি, তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে কলকাতা রাজ্য June 10, 2019 লোকসভা ভোটে রাজ্যে বিজেপির উত্থান ঘটার পরই শাসক দল থেকে একের পর এক জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। আর নিজেদের দলে ভাটা করার পরই পুলিশ প্রশাসনকে দিয়ে সেই সমস্ত জনপ্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে বলে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। ঠিক যেমনটা বিগত 2011 সালের আগে বাম আমলে ঘটেছিল। 2009 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করার পর বামেদের অনেক কর্মী সমর্থক তৎকালীন বিরোধী দল তৃনমূলে নাম লেখালে প্রতিহিংসাবশত তাদের ওপর আঘাত হানতে দেখা যেত বাম সরকারকে। আর তারই পুনরাবৃত্তি হচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে। গত শনিবারই শৈলশহর দার্জিলিং পুরসভার গোর্খা জনমুক্তি মোর্চার প্রায় 17 কাউন্সিলার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই সমস্ত কাউন্সিলারের বাড়িতে পুলিশি তল্লাশি চালিয়ে তাদের হেনস্থার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। যা নিয়ে এখন তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, গত 29 মে বি পি বাজগাইয়ের নেতৃত্বে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান প্রতিভা রাইকে 17 জন কাউন্সিলার চিঠি দিয়ে সেই পুরসভায় অনাস্থা আনার কথা বলেন। আর এরপরই গত শনিবার তারা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। এদিকে 17 জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করায় পাহাড়ে মোর্চার অস্তিত্ব এবং শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিজেপির অভিযোগ, প্রতিহিংসামূলক আচরণ করে এখন সেই সমস্ত কাউন্সিলরদের বাড়িতে পুলিশি তল্লাশির নাম করে হেনস্তা করছে তৃণমূল। এদিন এই প্রসঙ্গে দার্জিলিং পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমন রাই বলেন, “বিজেপিতে যোগদান করার সাথে সাথেই বিনা কারণে কাউন্সিলরদের বাড়িতে তল্লাশি শুরু করে ঝামেলা পাকানো হচ্ছে।” একই অভিযোগ করে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাও। তবে এই ব্যাপারে এখনই তিনি কিছু বলবেন না বলে জানিয়ে দিয়েছেন দার্জিলিং পুরসভার চেয়ারপার্সন প্রতিভা রাই। অন্যদিকে প্রতিহিংসামূলক আচরণের জন্যই পুলিশ এই কাউন্সিলরদের বাড়িতে তল্লাশি করছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হলে এদিন এই প্রসঙ্গে সেই সমস্ত অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি রহুল পান্ডে। এদিন তিনি বলেন, “যাদের নামে ওয়ারেন্ট আছে একমাত্র তাদের বাড়িতেই পুলিশ তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।” সব মিলিয়ে এবার দার্জিলিং পৌরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দিতে না দিতেই তাদের বাড়িতে পুলিশি তল্লাশি নিয়ে উঠতে শুরু করল প্রশ্ন। আপনার মতামত জানান -