এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিতে যোগ দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই বড়সড় সিদ্ধান্ত! গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা এই হেভিওয়েটের

বিজেপিতে যোগ দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই বড়সড় সিদ্ধান্ত! গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা এই হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত কাল ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল নেতা নেত্রী যখন ব্যস্ত তখন অপরদিকে বিজেপিতে যোগদান করেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মিডফিল্ডার মেহতাব হোসেন।কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতে নিজেই জানান যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে চান না।এই নিয়ে রাজ্য বিজেপির নেতাদের সাথেও তিনি কথা বলেছেন বলে খবর।

তিনি কেনই বা রাজনীতিতে প্রবেশ করলেন? আবার কেনই বা ২৪ ঘন্টা কাটতে না কাটতে রাজনীতি বাতাবরণ থেকে সরে এলেন তাঁর ব্যাখাও তিনি দিয়েছেন। তিনি বলেন যে, ” যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা । তাই হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিই আমি।হঠাৎ মনে হল , আমি যাদের জন্য রাজনীতিতে এলাম তারাই আমাকে এই বেশে দেখতে চাইছে না । তাহলে কিসের জন্য আমি নিজের সত্ত্বাটা বদলাতে চাইছি? কিসের জন্য নিজেকে এক লহমায় আলাদা করতে চাইলাম?তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেব । আজ থেকে রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই । আমার এই সিদ্ধান্তের জন্য আমার সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি ।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজনৈতিক মহলের দাবি, মেহতাব হোসেনের বিজেপিতে যোগদানের ফলে যতটা অক্সিজেন যুগিয়ে ছিল। ঠিক তেমনি ভাবে তাঁর হঠাৎ করে রাজনীতি থেকে সরে যাওয়াতে বিজেপিকে অনেকটা ব্যকফুটে ঠেলে দিল।

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার ২১ জুলাই তিনি বিজেপির রাজ্য সদর দপ্তরে যান আর এখানে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নিজের হাতে। ২১ সে জুলাই তৃণমূলের শহীদ দিবস হলেও প্রত্যেক বছরের মতো তৃণমূল এবারে কোনো যোগদান করতে পারেনি। এদিকে ২১ সে জুলাই বিজেপিতে যোগ দেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এই দুঁদে মিডফিল্ডার। যা নিয়েই রাজ্য রাজনীতিতে হার উঠেছিল তবে এইভাবে ২৪ ঘন্টা যেতে না যেতেই এইভাবে মেহেতাবের বিজেপি ছেড়ে দেওয়া শুরু জোর জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!