এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি যোগের সম্ভাবনা আরও বাড়িয়ে সৌরভের বাড়িতে ফুল-মিষ্টি পাঠালেন বিজেপি নেতা

বিজেপি যোগের সম্ভাবনা আরও বাড়িয়ে সৌরভের বাড়িতে ফুল-মিষ্টি পাঠালেন বিজেপি নেতা

দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে সক্রিয় থাকলেও চিরকালই গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবে রয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পর্কে মানুষের মনে নানান অভিযোগ থাকা সত্ত্বেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তায় বারবার নির্বাচনী বৈতরণী পার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে মত রাজনৈতিক মহলের।

সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কাছে জনপ্রিয় কোনো মুখ যদি থাকে, তাহলে রাজনৈতিক লড়াইটা অনেকটা বেশি সুবিধাজনক হয়ে যায়। গত 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে যে ভাবে ক্ষমতা বিস্তার করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে করে আগামী 21 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা দখল করতে অনেকটাই আত্মপ্রত্যয়ী হয়েছে গেরুয়া শিবির বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে দলের মুখ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকলেও বাংলা রাজনীতির ক্ষেত্রে গ্রহণযোগ্য মুখের অনেক অভাব রয়েছে ভারতীয় জনতা পার্টির মধ্যে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলীর মত জনপ্রিয় মানুষের সংসর্গ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ কমিটির পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে কার্যকর হতে পারে। এই নিয়ে ইতিপূর্বেও রাজনৈতিক মহলের মধ্যে আলোচনা উঠেছিল।

কিন্তু বারবারই কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন মহারাজ। কিন্তু সম্প্রতি বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, গত শনিবার রাতে দিল্লিতে বিসিসিআইয়ের চেয়ারম্যান কে হবে, তাই নিয়ে 48 ঘণ্টার লম্বা আলোচনা চলেছিল এবং সেই আলোচনার অংশ হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহের পুত্র। আর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 2021 সালের নির্বাচনকে মাথায় রেখে শীর্ষ মহলের নির্দেশে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আর স্বাভাবিক কারণেই এরপরে রাজনৈতিক মহলে আলোচনা ওঠে, তাহলে কি এইবার গৌতম গম্ভীরের মত সৌরভ গাঙ্গুলীও ভারতীয় জনতা পার্টির হাত ধরে রাজনীতির ময়দানে নামতে চলেছেন! যদিও নিজের রাজনীতি করার আশাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন প্রবাদপ্রতিম ক্রিকেটার তথা নবনিযুক্ত বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।

তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের নেতারা এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে আশ্চর্যজনকভাবে যখন বিসিসিআইয়ের নতুন সভাপতির দায়িত্ব পাওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে শুভেচ্ছা বার্তার বহুল লেগে আছে, সেই সময় তার বাড়িতে ফুলের তোড়া এবং মিষ্টি পাঠিয়েছেন বঙ্গ বিজেপির চাণক্য বলে খ্যাত মুকুল রায়।

শুধু ফুলের তোড়া বা মিষ্টি নয়, শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন ওই বিজেপি নেতা। আর এইখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিসিসিআইয়ের সভাপতি পদ দেওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির! প্রশ্ন আরও জোরদার হয়ে যাচ্ছে এই কারণে, কারণ ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং বিজেপি সভাপতি অমিত শাহ।

নিজের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সৌরভ গাঙ্গুলীকে কোনো শর্ত ছাড়াই ভারতীয় জনতা পার্টি দলে নিতে আগ্রহী।” কিন্তু পাশাপাশি অমিত শাহ বলেছেন, “বিসিসিআইয়ের সভাপতি হিসাবে তাকে কোনো শর্ত দেওয়া হয়নি।” কিন্তু অমিত শাহ শুরু থেকে শুরু করে মুকুল রায়, সৌরভ গাঙ্গুলীকে দলে নেওয়ার ব্যাপারে সবাই যে আগ্রহী, সেই বিষয়ে দ্বিমত নেই রাজনৈতিক মহলের মনে।

এখন সময়ের প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি মহারাজকে নিজেদের দলে পান, নাকি নিজের চিরাচরিত ভাবমূর্তিকে বজায় রেখে অরাজনৈতিক প্রেক্ষাপটেই থেকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়! সেদিকেই তাকিয়ে থাকবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!