এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাঙ্গন রুখতে তৃণমূল ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, আদৌ রফাসূত্র বেরোলো কি! জল্পনা তুঙ্গে

ভাঙ্গন রুখতে তৃণমূল ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, আদৌ রফাসূত্র বেরোলো কি! জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থান ঘটার পরই বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেন। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল।

কিন্তু এবার সেই ভাঙ্গন রুখতে বুধবার বিকেলে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যদের নিয়ে তৃণমূল ভবনে একটি বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যায়, গত শনিবারই এই জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জামুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং আরও 7 জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শুধু তাই নয়, সেদিনই আরও বেশ কয়েকটি পঞ্চায়েতের সদস্যরা বিজেপিতে যোগ দিতে চাইলে বেলডাঙ্গায় মন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকায় তিনি সেই যোগদান পর্বকে আটকে দেন।

কিন্তু তারপরও মির্জাপুর এবং রানীনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কি করবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এবার সেই সমস্ত জল্পনাকে কাটিয়ে বুধবার বিকেলে সেই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যদের নিয়ে কলকাতার তৃণমূল ভবনে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কি হল সেই বৈঠকে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জাকির হোসেনের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যরা ব্যাপক অভিযোগ তোলেন। কখনও প্রধান বদলের হুমকি, আবার কখনও বা সভাপতি বদলের হুমকি দেওয়া হচ্ছে বলে জাকির হোসেনের বিরুদ্ধে সরব হন তারা।

আর সেখানেই শুভেন্দু অধিকারী এই পঞ্চায়েত প্রধান ও সদস্যদের আশ্বাস দেন, পঞ্চায়েত প্রধান ও সদস্যদের দলের কোনো নেতা কোনো হুমকি যদি দেয়, তাহলে তা যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। যার ফলস্বরুপ নিজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর এদিনের বৈঠকের সকল পঞ্চায়েত প্রধান ও সদস্যদের কাছে দিয়ে দেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় দলের পরিবর্তনের ব্যাপারে জল্পনা চললেও এদিন সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক। অন্যদিকে জঙ্গিপুর পুরসভায় যে সমস্ত কাউন্সিলর রয়েছে, ভবিষ্যতে পুর নির্বাচনে তাদেরকেই টিকিট দেওয়া হবে বলে এদিন জানিয়ে দেন শুভেন্দুবাবু। কিন্তু আশ্চর্যজনকভাবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না মন্ত্রী জাকির হোসেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাকিরবাবুর সামনে তার বিরুদ্ধে মন্তব্য খুব একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করত না। আর তাই পৃথকভাবে প্রথমে পঞ্চায়েত সদস্য, প্রধান এবং উপপ্রধানদের নিয়ে বৈঠকে তাদের ক্ষোভের কথা জেনে এবার পরবর্তীতে সেই জাকির হোসেনের সঙ্গে বৈঠক করে মুর্শিদাবাদ জেলার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!