এখন পড়ছেন
হোম > জাতীয় > শক্তি বৃদ্ধি করলো বিজেপি, ১০ বিধায়কের যোগদান – জেনে নিন বিস্তারিত

শক্তি বৃদ্ধি করলো বিজেপি, ১০ বিধায়কের যোগদান – জেনে নিন বিস্তারিত

এবার বিজেপির নজর ভারতের উত্তর পূর্ব দিকে । উত্তর পূর্ব ভারতের সিকিমে আজ পর্যন্ত জোটবিহীন বা জোট করে কোনোভাবেই বিজেপি সরকারে ছিলনা । কিন্তু এবার বিজেপির সময় বদলাচ্ছে । বিজেপি তে যোগদান করল ১০ জন বিধায়ক । এবছর বিধানসভা ভোটে সিকিমে প্রায় দুই দশক পরে হেরে যায় সিকিম ডেমোক্র্যাটিক পার্টি, সরে যেতে হয় দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী চামলিং কে ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিকিমে এখন সরকার রয়েছে সিকিম ক্রান্তি মোর্চার । সিকিমে ২০১৯ সালের নির্বাচনে ৩২ টি আসনের মধ্যে সিকিম ক্রান্তিকারী মোর্চা ১৭টি আসন পেয়েছে। এসডিএফ পেয়েছিল ১৫টি আসন। বিজেপি শূন্য। কিন্তু এখানেই ম্যাজিক ।

এস ডি এফ এর ১০ জন বিধায়ক এদিন দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ও অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে বিজেপি তে যোগদান করেছে । এবার যেটা হল সিকিমে দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হল বিজেপি । কারণ এস ডি এফ নেমে গেছে ৫ এ । তবে এখন হাওয়া ঘুরে পুরোপুরি বিজেপির দিকে । যেকোন সময় পূর্বের দান উলটে দিতে পারে বিজেপি ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!