এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন নেত্রী – জোর চাঞ্চল্য!

ফের বড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন নেত্রী – জোর চাঞ্চল্য!

লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপির চরম উত্থান ঘটেছিল। তবে সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর অনেক নেতা-কর্মী বিজেপি ছাড়তে শুরু করেছেন। যার ফলে বেশ লাভবান হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে চলে গেলেও, শুধুমাত্র এনআরসির কারণে বিজেপি ভালো মত প্রচার করতে না পারায় যে বর্তমানে তাদের দলের সঙ্কটজনক অবস্থা, তা বুঝতে বাকি নেই কারোরই।

সূত্রের খবর, রবিবার শালবনী 2 নম্বর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে এনআরসি বিরোধী মিছিল করা হয়। যে মিছিলের নেতৃত্বে তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীরা থাকলেও হঠাৎই সেই মিছিলে বিজেপি নেত্রীর যোগদান সকলকে চমকে দেয়। জানা যায়, এদিনের এই মিছিলে যোগ দেন পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য কাকলি সামন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কাকলিদেবী তৃণমূলের এনআরসি বিরোধী মিছিলে যোগ দেওয়ার পরেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, তিনি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এদিন এই বিজেপি পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শালবনী তৃণমূলের সভাপতি নেপাল সিংহ এবং বিষ্ণুপুরের তৃণমূল সভাপতি কৌশিক হাজরা।

বিশেষজ্ঞরা বলছেন, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত এই সমস্ত অঞ্চলে বিজেপির বাড়বাড়ন্ত ছিল চোখে পড়ার মত। কিন্তু নাগরিকত্ব আইন লাগু করাই কি অবশেষে বিজেপির কাল হল! আর তাই কি এবার একের পরে এক বিজেপি নেতা কর্মীদের মত শালবনী পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যা তৃণমূলে যোগ দিলেন! কিন্তু একের ফর এক বিজেপি নেতাকর্মী দল ছাড়লেও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না গেরুয়া শিবির! এখন এই প্রশ্নেরই উত্তর খুজছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!