মিটতে চলেছে শুভেন্দুর মান-অভিমানের পালা? অধিকারী বাড়িতে পিকের উপস্থিতি বদলে দেবে সব সমীকরণ? তৃণমূল মেদিনীপুর রাজনীতি রাজ্য November 13, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদল তৃণমূলের এক সময়ের দাপুটে যোদ্ধা শুভেন্দু অধিকারী, এখন দলের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। যদিও, দলে এখনো তিনি আছেন, দলের প্রতি সরাসরি বিষেদাগার করছেন না, এমনকি বিষেদাগার করছেন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। কিন্তু তাঁর বিভিন্ন কার্যকলাপকে ঘিরে দলের মাথাব্যথা ক্রমশই বাড়ছে। একে তো দলের নাম, প্রতীক বর্জন করে নানা রকম জনসংযোগ মুলক সভার আয়োজন করছেন তিনি। তাঁর অনুগামীরা জেলায় জেলায় তাঁর ছবি দেওয়া পোস্টার ও ব্যানারে ভরিয়ে দিচ্ছে। এর মধ্যেই আবার সম্প্রতি নন্দীগ্রাম দিবসের দিনে তেখালির মঞ্চ থেকে আত্মবিশ্বাসী বার্তা দিলেন তিনি। জানালেন, এখন যেমন তিনি নন্দীগ্রামে এসেছেন, পরেও তিনি নন্দীগ্রামে আসবেন। আর এই সভা মঞ্চ থেকে একটি বারের জন্য নিলেন না মুখ্যমন্ত্রীর নাম। তবে, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ধোঁয়াশার মধ্যে রেখে দিলেন। তবে, এবার হয়তো শুভেন্দু অধিকারীকে বাগে আনতে আসরে নামলেন শাসকদল তৃণমূলের ‘মুশকিল আসান’ ভোটকুশলী পিকে। গতকাল বৃহস্পতিবার রাতে অধিকারী বাড়িতে দেখা গেল তাঁকে। প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়েছিলেন ভোটকুশলী পিকে। সেই সময় অবশ্য শুভেন্দু অধিকারী বাড়িতে ছিলেন না। তবে, শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীর সঙ্গে প্রশান্ত কিশোরের কথা হয়েছিল। পরে জানা গিয়েছিল যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর মোবাইলেও কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তাঁদের মধ্যে? এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো বিবৃতি দেন নি অধিকারী পরিবার। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত গতকাল রাত সাড়ে আটটা নাগাদ অকস্মাত্ কাঁথি শহরের হাতাবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর বাড়িতে উপস্থিত হলেন পিকে। তবে শুভেন্দু অধিকারী সে সময় বাড়িতে ছিলেন না। গতকাল ছিল তাঁর একাধিক কর্মসূচি। যে কারণে তিনি ছিলেন জেলার বাইরে। তাই তাঁর সঙ্গে দেখা করতে পারেন নি পিকে। তবে প্রশান্ত কিশোর দেখা করেছেন শিশির অধিকারীর সঙ্গে। সূত্রের খবর, গতকাল রাত পৌনে দশটা নাগাদ কাঁথির অধিকারী বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল পিকেকে। শিশির অধিকারীর সঙ্গে তাঁর দেড় ঘন্টা কথা বার্তা হয়েছিল বলে শোনা যায়। শোনা যায় যে, শুভেন্দু অধিকারীর বিষয়ে তাঁদের মধ্যে নাকি কথা হয়েছিল। কিন্তু তাঁদের কথাবার্তার বিষয়ে কিছুই জানান নি পিকে। অধিকারী পরিবারও এ বিষয়ে নিরব। এদিকে শুভেন্দু অধিকারীর বাড়ি ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকদের এড়িয়ে চলে যান প্রশান্ত কিশোর। অভিমানী দাপুটে নেতার বাড়িতে পিকের আগমনকে কেন্দ্র করে জল্পনা ছড়ালো বহুদূর। অনেকেই ধারণা করছেন যে, ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীকে শান্ত করতেই হয়ত আসরে নামলেন পিকে। তবে, আশ্চর্যের বিষয় অধিকারী বাড়িতে পিকের আগমনের বিষয়টি পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতাদের অনেকেই নাকি জানতেন না। কয়েকজন তৃণমূল নেতা জানালেন যে, সংবাদমাধ্যমে এই ঘটনাটি দেখেই, এই ঘটনার বিষয়ে জানতে পেরেছেন তাঁরা। তাঁরা দাবি করেছেন যে, শিশির অধিকারী যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি, তাই আগামী বিধানসভা নির্বাচনের বিষয়ে আলোচনা করতে গতকাল রাতে অধিকারী বাড়িতে গিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে আসলে তিনি কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। আর এই অস্পষ্ট থাকার কারণেই, বিষয়টি নিয়ে বাড়ছে নানা জল্পনা। আপনার মতামত জানান -