এখন পড়ছেন
হোম > রাজনীতি > জল যন্ত্রণা থেকে কি মুক্তি পেতে চলেছে ঘাটাল? কেন্দ্র-রাজ্য পদক্ষেপে আশার আলো!

জল যন্ত্রণা থেকে কি মুক্তি পেতে চলেছে ঘাটাল? কেন্দ্র-রাজ্য পদক্ষেপে আশার আলো!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ সামনে এসেছে। বছর বছর অতিবৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় মেদিনীপুরের ঘাটাল এলাকায়। বারবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বন্যার সময় সেখানে এসে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একে অপরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। এবারেও তার অন্যথা হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে যেমন রাজ্যের দিকে আঙ্গুল তোলা হয়েছে, ঠিক তেমনই রাজ্যের পক্ষ থেকে এই ব্যাপারে আঙ্গুল তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে। আর এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প রূপায়ণে কেন দুই সরকার আন্তরিক পদক্ষেপ গ্রহণ করছে না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে অবশেষে এই ব্যাপারে আশার আলো দেখতে শুরু করলেন একাংশ। যেখানে খুব দ্রুত এই ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যের বৈঠক হতে চলেছে বলে খবর পাওয়া গেল।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র এবং রাজ্য মুখোমুখি বৈঠকে বসতে চলেছে। যেখানে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং জনশক্তি মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করবেন। স্বভাবতই এতদিন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একে অপরের দিকে শুধুমাত্র অভিযোগ তুলেই ক্ষান্ত থাকতেন। কিন্তু এই ব্যাপারে আলোচনা করতে কোনো পক্ষকেই এগিয়ে দিতে দেখা যায়নি। তবে রাজ্য এবং কেন্দ্র এই ব্যাপারে মুখোমুখি বসার উদ্যোগ নেওয়ার পর এবার ধীরে ধীরে সমস্যা মিটতে পারে বলে আশার আলো তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি অবশেষে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে ঘাটাল? দুই সরকার মুখোমুখি বসার কারনে কি এবার সমস্যার সমাধান হতে চলেছে? এদিন এই প্রসঙ্গে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “আমরা কেন্দ্রের পক্ষ থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ থেকে যে দাবিপত্র পেশ করা হবে, তা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন।” পর্যবেক্ষকদের মতে, আলোচনা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা সময় বলবে। তবে এতদিন এই আলোচনার দরজা পর্যন্ত খুলতে দেখা যায়নি। যার কারণে বারবার বন্যার সময় ভাসতে দেখা গিয়েছে ঘাটাল এলাকাকে। তবে অবশেষে দুই সরকার মুখোমুখি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করার রাস্তা খুলে দেওয়ায় রীতিমতো খুশি ঘাটালের মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!