এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > সামান্য জল প্রকল্প ঘিরেও বাড়ছে দ্বন্দ্ব! দুই প্রভাবশালী নেতা-নেত্রীর বিরোধে অস্বস্তি তৃণমূলে

সামান্য জল প্রকল্প ঘিরেও বাড়ছে দ্বন্দ্ব! দুই প্রভাবশালী নেতা-নেত্রীর বিরোধে অস্বস্তি তৃণমূলে


উপর তলা থেকে নিচুতলা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই সবথেকে বেশি অস্বস্তিতে ফেলছে তৃণমূল কংগ্রেসকে। এবার তৃণমূল পরিচালিত আসানসোল পৌরসভার মেয়রের বিরুদ্ধে একটি ভিডিওতে সরব হতে দেখা গেল ডেপুটি মেয়রকে। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়‌। যেখানে আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র তবসসুম আরা একটি ভিডিওতে মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সরব হন। সেখানে তিনি বলেন, “গত মঙ্গলবার কুলটির জল প্রকল্প থেকে গৃহ সংযোগের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। সেজন্য আমি খুবই ব্যথিত। একজন জেলা সভাপতি হিসেবে আপনার উচিত, সবাইকে সঙ্গে নিয়ে চলা। কিন্তু আপনি দল ভাঙ্গার কাজ করে চলেছেন। আমি এটা সমর্থন করি না।”

আর মেয়র তথা জেলা সভাপতির বিরুদ্ধে ডেপুটি মেয়রের প্রকাশ্যে এইসব হওয়ার ঘটনা এখন তীব্র অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। যদিও বা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি আসানসোল পৌরসভার মেয়র তথা জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু যেভাবে ডেপুটি মেয়র মেয়রের বিরুদ্ধে সরব হলেন, তাতে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে নতুন অস্ত্র পেয়ে গেল বলেই দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, “আসানসোল পৌরসভা কিভাবে চলে, তা স্বয়ং ডেপুটি মেয়রই বলে দিলেন। তৃণমূলের নেতা-কর্মীরা সবাই নানা অনিয়মের সঙ্গে যুক্ত।” তবে বিরোধীরা একথা বললেও, গোটা পরিস্থিতিকে ধামাচাপা দিতে তারা সকলেই দলের সৈনিক। মতপার্থক্য থাকতেই পারে বলে জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান ভি শিবদাসন।

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখন পরিস্থিতি আয়ত্তে আনার জন্য যে বক্তব্যই দেওয়া হোক না কেন, যেভাবে মেয়র তথা জেলা সভাপতির বিরুদ্ধে ডেপুটি মেয়র প্রকাশ্যে ভিডিও বার্তায় সরব হয়েছেন, তাতে গোটা পরিস্থিতি তৃণমূলের হাতের বাইরে চলে যাচ্ছে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন সামনে বিধানসভা নির্বাচনের আগে যদি তৃণমূল এরকমভাবে চলতে শুরু করে তাহলে কিভাবে পরিস্থিতি আয়ত্তে আসবে এবং কিভাবে তৃণমূল ভালো ফল করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!