এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জলমগ্ন শহর, বিরোধীদের কটাক্ষের মাঝেই সতর্কবার্তা মমতার! জেনে নিন!

জলমগ্ন শহর, বিরোধীদের কটাক্ষের মাঝেই সতর্কবার্তা মমতার! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিম্নচাপের বৃষ্টির জেরে রীতিমতো জলমগ্ন কলকাতা। বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক শৈশবের প্রাণ হারানোর কারণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা আর এবার গোটা বিষয়ে সাধারণ মানুষকে অভয়বাণী দেওয়ার পাশাপাশি সতর্ক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ ভবানীপুরের উপনির্বাচন উপলক্ষে একটি প্রচার সভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী। আর সেখানেই এই পরিস্থিতি নিয়ে একটি বার্তা দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা নৌকার মতো। পাশাপাশি রাজ্যে বৃষ্টি হলে এখানে জল চলে আসে। আগে বৃষ্টি করে সাত থেকে দশদিন জল থাকত। এখন অনেক পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। বৃষ্টি বেশি হলে সতর্ক থাকুন। জল জমলে বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না।” বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া দমদমের ঘটনার পরে যথেষ্ঠ চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। তাই এখন এই ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, দমদমের ঘটনার পর এবং কলকাতার জলমগ্ন অবস্থা নিয়ে এখন যথেষ্ট ব্যাকফুটে রাজ্য সরকার। তাই এই পরিস্থিতিতে ভবানীপুরের উপনির্বাচনের প্রচার থেকে মানুষের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে জলমগ্ন কলকাতার পরিস্থিতি নিয়ে যাতে মানুষের ক্ষোভ বৃদ্ধি না পায়, তার জন্যই তার এই কৌশলী বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!