এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনা-কল্পনা অতীত! এবার তৃনমূল নেতাদের মুখেই শুভেন্দু ‘উইকেট’ পড়ার কথা শুরু! বাড়ছে উত্তাপ

জল্পনা-কল্পনা অতীত! এবার তৃনমূল নেতাদের মুখেই শুভেন্দু ‘উইকেট’ পড়ার কথা শুরু! বাড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্রমেই জল্পনা বেড়েই চলেছে। দল এবং সরকারের সঙ্গে তার দূরত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিভিন্ন অরাজনৈতিক সভায় গিয়ে তার বক্তব্য গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার শুভেন্দু অধিকারীর ঘাটিতেই “আমরা দাদার অনুগামী” বলে পোস্টার পড়তে দেখা গেল। মেচেদা বাইপাস থেকে শুরু করে চৌরঙ্গী মোড়, সবখানেই একটি পোস্টার দেখতে পাওয়া যায়। যেখানে আকাশে একঝাঁক সাদা পায়রার মধ্যে শুভেন্দু অধিকারীর ছবি। আর সেখানে লেখা রয়েছে, “দাদার সাথে ছিলাম। আছি। থাকব।” স্বভাবতই শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে “দাদার অনুগামী” পোস্টার অনেক তৃনমূল নেতারই অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে।

জানা গেছে, এদিন মেদিনীপুরে তৃনমূলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় একাধিক তৃণমূল নেতৃত্বকে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মানুষ ভূঁইয়া বলেন, “রাজনীতিতে আবেগের কোনো জায়গা নেই। রাজনীতি ফুটবল খেলা নয়, ক্রিকেট খেলা। হঠাৎ করে একটা উইকেট পড়ে যেতেই পারে। কিন্তু নার্ভাস হলে হবে না। যে ব্যাটসম্যান কঠিনভাবে ব্যাটটা ধরে ঘুরিয়ে 4-6 মারতে পারবেন, খেলা তিনি ঘুরিয়ে দেবেন।” স্বাভাবিকভাবেই উইকেট পড়ার কথা মানস ভুঁইয়ার গলা থেকে শুনতে পাওয়ায় এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, “আমি নিজেকে ভাবতে পারি স্বর্গের ইন্দ্রপুত্র, শ্রীকৃষ্ণের অবতার। কিন্তু মনে রাখতে হবে, বিষ্ণু ফেল করেছিলেন। মহাদেব মহেশ্বর ফেল করেছিলেন। ব্রহ্মা ফেল করেছিলেন‌। মা মহামায়া পেরেছিলেন। আজকের যুগে মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মানস ভূঁইয়া এই মন্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষে শুভেন্দু অধিকারীর দলবদলের যে জল্পনা চলছে, তার দিকেই ইঙ্গিত করতে চাইলেন। অর্থাৎ তিনি নিজের বক্তব্যের মধ্য দিয়ে কোনো নাম না নিলেও, বুঝিয়ে দিতে চাইলেন যে, কেউ দলবদল করলেও তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হাসবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে গেলে তৃণমূলে ভাঙ্গন হতে পারে বলে নানা মহলে জল্পনা চললেও, এদিন তা কার্যত নস্যাৎ করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পবিত্র পতাকা ছাড়া জেলায় উন্নয়ন আর কেউ সূচিত করতে পারবেন না। কেউ তৃণমূলকে ভাঙতে পারবেন না।” বিজেপির পক্ষ থেকে বারেবারেই দাবি করা হচ্ছে, তৃণমূলের ভাঙ্গন শুধু সময়ের অপেক্ষা।

স্বাভাবিকভাবেই বিজেপি বা সমালোচক মহলের তরফে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা সূচক মন্তব্য করা হলেও, তাতে যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, তা তাদের বক্তব্যেই পরিষ্কার। তবে যেভাবে উইকেট আশঙ্কার কথা শোনালেন মানস ভুঁইয়া, তাতে সত্যি সত্যিই মেদিনীপুরে কোনো হেভিওয়েট দলবদল করতে চলেছেন কিনা, তা বড়সড় জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!