জল্পনা বাড়িয়ে বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে হেভিওয়েট! গুঞ্জন শুরু! বিজেপি রাজনীতি রাজ্য March 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে একটা জল্পনা চলছে। আর তার মধ্যেই এবার রাজ্য বিধানসভায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি তিনিই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় পৌঁছে যান দিলীপ ঘোষ। যেখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। খোশমেজাজে কথা বলতে দেখা যায় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে। যেখানে ফুল দিয়ে দিলীপ ঘোষকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা। তবে একই দলের দুই নেতার মধ্যে এই সৌজন্য সাক্ষাতের পেছনে অন্য কোনো সমীকরণ দেখছেন না বিজেপি নেতৃত্বরা। আপনার মতামত জানান -