এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জল্পনা বাড়িয়ে নব্য বিজেপির প্রথম শ্রেণীর সমস্ত নেতা-নেত্রীর বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের?

জল্পনা বাড়িয়ে নব্য বিজেপির প্রথম শ্রেণীর সমস্ত নেতা-নেত্রীর বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যে বিজেপির নবান্ন অভিযান সফল করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছিল গেরুয়া শিবিরে। সেই অনুযায়ী গতকাল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপি নেতা ও কর্মীরা যোগদান করেন নবান্ন অভিযানে। যদিও নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেননি কেউই। অন্যদিকে এই অভিযানে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পুলিশের ওপর বিভিন্নভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই অনুযায়ী এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

এই নিয়েই শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য। গত বৃহস্পতিবার নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে জমায়েত এবং কর্ত্যবরত অবস্থায় সরকারি কর্মীদের ওপর হামলা ও আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে। একই সাথে দেশের মহামারী আইন লংঘন করাও যুক্ত হয়েছে অভিযোগের তালিকায়। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার এবং রাকেশ সিংয়ের মতো নেতাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে মামলার আওতা থেকে বাদ গিয়েছেন দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, রাজু বন্দ্যোপাধ্যায় কিংবা সায়ন্তন বসুর নাম। এখনো পর্যন্ত এই নেতাদের কারোর নামে কোন মামলা করা হয়নি। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, যেসব নেতাদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা মূলত হেস্টিংসের দিকে আন্দোলন চালিয়েছেন। কিন্তু হেস্টিংস এলাকার থেকেও বড় গন্ডগোল হয়েছে হাওড়া ময়দান কিংবা সাঁতরাগাছির মিছিলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও হাওড়া পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন নেতার নামে কোন মামলা করা হয়নি। শুধুমাত্র সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে বেশ অনামী কয়েকজনের নামে মামলা হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষ, অরবিন্দ মেননের মিছিলে ব্যাপক জনসমাগম হলেও তাঁদের বিরুদ্ধেও কোন মামলা হয়নি। তবে প্রশাসনক কর্তাব্যক্তিদের দাবী, পুলিশ সমস্ত ফুটেজ খতিয়ে দেখেই তবেই মামলা দায়ের করেছে। এই জায়গা থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। মনে করা হচ্ছে, বেছে-বেছে মুকুলপন্থীদের বিরুদ্ধেই মামলা হয়েছে।

যদিও নবান্নের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। শুরু থেকেই নবান্ন অভিযান ঘিরে উত্তেজিত ছিলেন বিজেপি নেতা কর্মীরা। সাঁতরাগাছি কিংবা হাওড়া ব্রিজের ওপর বিজেপি নেতাদের সঙ্গে তুমুল গন্ডগোল হয় পুলিশের। অন্যদিকে হেস্টিংস এর দিকে যে মিছিলটি আসছিল সেই মিছিলটিও মাঝপথে আটকে দেওয়া হয়। নবান্ন অভিযান নিয়ে বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। আপাতত বিজেপি নেতাদের নামে মামলা করায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। এই ঘটনার রেশ যে আরও বহুদূর গড়াবে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!