এখন পড়ছেন
হোম > খেলা > জল্পনা-কল্পনার অবসান! স্প্যানিশ মহাতারকাকে এক বছরের জন্য সই করিয়ে আরও শক্তিশালী মোহনবাগান

জল্পনা-কল্পনার অবসান! স্প্যানিশ মহাতারকাকে এক বছরের জন্য সই করিয়ে আরও শক্তিশালী মোহনবাগান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী আইএসএল ম্যাচে মোহনবাগানের হয়ে খেলায় অংশগ্রহণ করতে দেখা যাবে স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে। সম্প্রতি এটিকে – মোহনবাগানের হয়ে স্বাক্ষর করলেন নামজাদা এই ফুটবলার। ফলে আইএসএল ম্যাচে মোহনবাগানের হয়ে তাঁর খেলা একেবারে পাকাপাকিভাবে হয়ে গেল। গতকাল শনিবার সোশ্যাল মিডিয়া টুইটারে নিজের একটি ভিডিও পোস্ট করে মোহনবাগানের হয়ে স্বাক্ষরদানের কথা নিজেই জানালেন ২৯ বছর বয়স্ক স্প্যানিশ ডিফেন্ডার তিরি।

প্রসঙ্গত স্প্যানিশ ডিফেন্ডার তিরি গত ২০১৫ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বি দল থেকে অ্যাটলেটিকো ডি কলকাতায় যোগ দিয়েছিলেন। এরপর গত ২০১৬ সালে মূলত তাঁর প্রচেষ্টাতেই মোহনবাগানের আইএসএল জয় সম্ভব হয়েছিল। এরপর ভারত ছেড়ে তিনি কিছুটা সময় জন্য নিজের দেশে চলে গিয়েছিলেন। তারপর আবার গত ২০১৭ সালে তাঁর ভারতে ফেরা। সেসময় জামশেদপুর এফসিতে তিনি যোগদান করেছিলেন। দীর্ঘ তিন ফুটবল মরসুম সেখানে কাটিয়ে আবার তিনি ফিরলেন পুরনো মোহনবাগান দলে। তাঁকে পেয়ে উচ্ছসিত মোহনবাগান দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এবারের আইএসএল ম্যাচে মোহনবাগান, ইস্টবেঙ্গল এর মত ইনভেস্টর কোম্পানি পাচ্ছে মহামেডান ক্লাবও। মহামেডান ক্লাব সূত্রের খবর, এই বিষয়ে বৃটেনের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে তাঁদের জরুরি আলোচনাও সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বিষয়টিই প্রায় নিশ্চিত বলা চলে। এই মাসেই এ বিষয়ে ঘোষণাও করে দিতে পারে এই ক্লাব। ক্লাবের ৫১ শতাংশ শেয়ার নিচ্ছে এই সংস্থা , বাকি ৪৯ শতাংশ শেয়ার থাকবে এই ক্লাবের হাতে। তবে দুই প্রধানের শেয়ারের পরিমাণ বেশ কিছুটা হ্রাস পাচ্ছে।

বৃটেনের এই স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার একটি অফিস দিল্লিতে আছে। সেখানে গিয়েই মহামেডান ক্লাবের কর্মকর্তারা কোম্পানির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আইএসএল ম্যাচে মহামেডান ক্লাবের দল গঠন থেকে শুরু করে, ক্লাব পরিচালনা সহ আইএসএল খেলার সমস্ত কিছুরই দেখভালের দায়িত্ব নিল এই সংস্থা। এ বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রও প্রস্তুত হয়ে যাবার খবর আছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত ভাবে তা ঘোষণা করা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!