এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনা কল্পনার মাঝেই পুত্র শুভেন্দুর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন পিতা শিশির অধিকারী

জল্পনা কল্পনার মাঝেই পুত্র শুভেন্দুর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন পিতা শিশির অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। নানা সভায় গেলেও, কোথাও তৃণমূল কংগ্রেসের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে না। শুধু রয়েছে “দাদার অনুগামী” এবং শুভেন্দু অধিকারীর ছবি। আর সেখানে কখনই দল তৃণমূল কংগ্রেস বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে দেখা যাচ্ছে না রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উল্টে তিনি এমন কিছু বক্তব্য রাখছেন, যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

আর এহেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দল বদল করতে পারেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, অবশেষে সেই ব্যাপারে মুখ খুললেন তার পিতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে শিশিরবাবু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, তাদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে।

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শব্দ প্রয়োগ করেননি বলেও জানিয়ে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। অর্থাৎ তাঁর পুত্র শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা রাজ্যজুড়ে তৈরি হয়েছে, তার সমস্তটাই কার্যত “ভিত্তিহীন” বলে নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন শিশির অধিকারী বলে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, এদিন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার জেলা কমিটি এবং ব্লক কমিটি ঘোষণা হয়। আর সেখানেই সাংবাদিক বৈঠক করার পর শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করা হয় শিশির অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা চলছে, তার ব্যাপারে কি বলবেন! এদিন এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “কে বলেছে! শুভেন্দুবাবু তো প্রতিনিয়ত মিটিং-মিছিল করছেন। প্রতিদিন জনসংযোগ করছেন। তিনি তো বসে থাকার লোক নন। তার বসে থাকার কোনো স্কোপ নেই। জল্পনা হতেই পারে। তবে এই জল্পনার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ পিতা হিসেবে তিনি যেমন পুত্রের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা চলছে, তার উত্তর একমাত্র শুভেন্দুবাবুই দিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে শিশিরবাবু যেমন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য রাখার চেষ্টা করলেন, ঠিক তেমনই পুত্রের পক্ষও কিছুটা অবলম্বন করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির পক্ষ থেকে বারবার জল্পনা সূচক মন্তব্য করা হচ্ছে। সৌমিত্র খাঁ থেকে শুরু করে অনুপম হাজরা, অনেক হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিজেপিতে এলে স্বাগত জানানো হবে বলে দাবি করছেন। এটা কতটা যুক্তিসঙ্গত? এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী বলেন, “ওরা নতুন দোকান খুলেছে। সেখানে পচা মাল আছে নাকি ভালো মাল, সেটা পরের কথা। তবে যারা দোকানদার, তারা অনেককেই ডাকতে পারেন, আসুন। আমি তো বলছি, পরীক্ষা করে মাল কিনুন। আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সঙ্গে থাকুন।”

অর্থ্যাৎ নিজের দলের পক্ষ অবলম্বন করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করার চেষ্টা করলেন শিশির অধিকারী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিশিরবাবুর এই মন্তব্য থেকে কার্যত পরিষ্কার যে, শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত দলবদলের মত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি‌। সেক্ষেত্রে শুভেন্দুবাবুকে নিয়ে জল্পনা চললেও, শিশিরবাবু কার্যত বুঝিয়ে দিলেন যে, রাজ্যের পরিবহনমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায বা দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দ প্রয়োগ করেননি। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে জল্পনা করা বৃথা। সব মিলিয়ে পিতা হিসেবে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর কথা বললেও, বাস্তবে শুভেন্দুবাবু কি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!