এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু, ব্যাপক চাপে তৃণমূল!

জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু, ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমেন্দু অধিকারী, এমনকি অধিকারী পরিবারের বড় সদস্য শিশির অধিকারী যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তবে এক পরিবারে থেকেও, তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে দেখা যায়নি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। তবে তার পরিবারের একের পর এক ভাই থেকে শুরু করে বাবা শিশির অধিকারী বিজেপিতে যোগদান করলেও দিব্যেন্দুবাবুর গেরুয়া শিবিরে যোগদান করা যে শুধু সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত ছিল বিশেষজ্ঞরা।

এমনকি মাঝেমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দলের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করতে দেখা গিয়েছিল দিব্যেন্দু অধিকারীকে, যা শাসক দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অধিকারী পরিবারের সদস্য তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি ভূমিকা কী হবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তিনি কি স্রোতের বিপরীতে হেঁটে দাদা এবং বাবার পক্ষ অবলম্বন করে বিজেপিতে যোগ দেবেন, নাকি থেকে যাবেন তৃণমূল কংগ্রেসে?

ইতিমধ্যেই দিব্যেন্দু অধিকারীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার তার নিরাপত্তা তুলে নিয়েছে। আর এই পরিস্থিতিতে তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তমলুকের তৃণমূল সাংসদ। যেখানে পারিবারিক পরিচয়ের কথা তুলে ধরে তার পরিবারকে আক্রমণ করলে তিনি যে কোনোভাবেই চুপ থাকবেন না, তাও নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন এই তৃণমূল নেতা।

বস্তুত, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর তৃণমূলে থাকা শিশির অধিকারীকে কটাক্ষ করতে শুরু করেছিলেন একাংশ। এক্ষেত্রে অধিকারী পরিবারের কথা তুলে ধরে মাঝেমধ্যেই তৃণমূলের একাংশ সেই সময় তৃণমূলে থাকা প্রবীণ নেতা শিশির অধিকারীকে কটাক্ষ করতে শুরু করেছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেও আপত্তি তুলেছিলেন শিশিরবাবু। কেন এইভাবে তার পরিবারকে তুলে ধরে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমন করা হবে, সেই ব্যাপারে প্রশ্ন তুলে পাল্টা সোচ্চার হয়েছিলেন অধিকারী পরিবারের বড়কর্তা।

অমিত শাহের সভায় গিয়ে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি তবে একের পর এক সদস্য যখন বিজেপিতে যোগ দিলেন তখনও তৃণমূলে থাকতে দেখা গিয়েছিল তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী কে তবে বর্তমান পরিস্থিতিতে বিজেপি বহু চেষ্টা করেও রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি সে দিক থেকে নির্বাচনের আগে দলে থেকেও একের পর এক বেসুরো মন্তব্য করা দিব্যেন্দু অধিকারি রাজনৈতিক গতিপ্রকৃতি কী হবে তা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে আর এই পরিস্থিতিতে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু অধিকারী।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনও তৃণমূল কংগ্রেসেই রয়েছি। বিজেপিতে যাওয়ার কথা ভাবিনি।” তবে রাজ্যের পক্ষ থেকে যেভাবে তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ এই তৃণমূল সাংসদ‌। পাশাপাশি তার পরিবারকে আক্রমণ করা হলে তিনি যে কোনোভাবেই সেই ঘটনাকে মেনে নেবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন দিব্যেন্দুবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শিশির অধিকারী এর আগে তৃণমূলে থাকার সময় যেভাবে তাকে তৃণমূলের একাংশ আক্রমণ করেছিলেন এবং সেই সময় তিনি সোচ্চার হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, দিব্যেন্দু অধিকারীকেও যদি তৃণমূলের একাংশ সেভাবে তার পরিবারকে তুলে ধরে আক্রমণ করেন, তাহলে দিব্যেন্দুবাবুও যে সেই পথেই হাঁটবেন, তা তার কথা থেকেই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, দিব্যেন্দুবাবু এই মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত দোলাচল সৃষ্টি করার চেষ্টা করলেন। বর্তমান পরিস্থিতিতে তিনিই একমাত্র অধিকারী পরিবারের সদস্য, যিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন। সেদিক থেকে বর্তমানে এখনও পর্যন্ত তিনি দলবদলের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি বলে তৃণমূলের প্রতি আস্থা রাখার চেষ্টা করলেন।

তবে পরিবারের কথা তুলে ধরে তার পরিবারকে আক্রমণ করলে তিনি যে কোনোমতেই ছেড়ে কথা বলবেন না, সেকথা বলে ঘাসফুল শিবিরকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন এই সাংসদ। অর্থাৎ একদিকে দলের প্রতি আস্থা রাখলেন, অন্যদিকে দলের প্রতি সতর্ক বার্তা দিয়ে রীতিমত নিজের রাজনৈতিক অবস্থানকে কার্যত দোলাচলের মধ্যে ভাসিয়ে দিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!