এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জমজমাট দিলীপ ঘোষের চায়ের আসর, এবার থেকে চায়ের প্যাকেটে থাকতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি

জমজমাট দিলীপ ঘোষের চায়ের আসর, এবার থেকে চায়ের প্যাকেটে থাকতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েক মাস আগে থেকে চায়ে পে চর্চা নামের এক জনসংযোগ মূলক কর্মসূচি শুরু করেছিল রাজ্য বিজেপি। যে কর্মসূচিতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমদিকে, বিজেপির এই উদ্যোগকে যথেষ্ট কটাক্ষ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু দিনে দিনে দেখা যাচ্ছে যে, তাঁর এই কর্মসূচি যথেষ্ট সাড়া ফেলতে পেরেছে মানুষের মনে। ভিড় বাড়তে শুরু করেছে তাঁর চা চক্রে। প্রথমদিকে, শুধুমাত্র চায়ের দোকানে চা চক্রের আসর বসতো, কিন্তু সম্প্রতি রীতিমতো মঞ্চের আয়োজন করে চলছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা চক্র।

সাতসকালে চা চক্রের আসর থেকে রাজনীতির বিষয়ে নানান তর্ক-বিতর্ক তুলে দিচ্ছেন তিনি। শোরগোল ফেলে দিচ্ছেন রাজ্যের রাজনৈতিক মহলে। এবার থেকে তাঁর চা চক্রকে জনপ্রিয় করে তুলতে আরও এক নতুন উদ্যোগ নিল রাজ্য বিজেপি। এখন থেকে দিলীপ ঘোষের চা-চক্রে উপস্থিত সকলকে হবে একটি টি ব্যাগ দেওয়া হবে। যে টি ব্যাগের গেরুয়া প্যাকেটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি থাকবে। ছবিতে তাঁকে চা পান করতে দেখা যাবে।

প্রায় প্রতিদিন সকালেই রাজ্যের কোথাও-না-কোথাও চা-চক্রের আসরে যোগদান করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই চা-চক্র থেকেই একদিকে যেমন দলের হয়ে প্রচার করছেন, তেমনি কুঠারাঘাত করছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। প্রথম দিকে কোন চায়ের দোকানে এই আসর বসতো। কিন্তু এরপর থেকে ক্রমশ বাড়তে থাকে ভিড়, আসর জমাতে শুরু করে। সম্প্রতি মঞ্চ ব্যবহার করে চলছে চা চক্রের আসর। দলের কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ছে দিলীপ ঘোষের চায়ের আসরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চায়ের আসর থেকে তিনি যে ক্ষুরধার বক্তব্য রাখছেন, তা হচ্ছে প্রতিদিনের রাজনীতির খোরাক। গনমাধ্যমে বারবার করে উঠে আসছে তাঁর বিভিন্ন ক্ষুরধার মন্তব্য। তিনি নিজেই জানিয়েছেন যে, বিতর্ক করেন বলেই খবরে থাকেন তিনি। আর এই বিতর্কে লাভই হচ্ছে তাঁর দলের। এবার থেকে এই চা-চক্রকে জনপ্রিয় করতে অভিনব পদক্ষেপ রাজ্য বিজেপির। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এখন থেকে চা-চক্রে উপস্থিত সকলকে অর্গানিক চায়ের প্যাকেট দেওয়া হবে। দার্জিলিং চা প্যাকেটে থাকবে। প্যাকেট এর উপরে থাকবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা পান রত অবস্থায় ছবি। প্যাকেটের গায়ে লেখা থাকবে, ” চা-চক্রে দিলীপ দা। ১০০ শতাংশ অর্গানিক দার্জিলিং টি। ”

ইতিপূর্বে একবার নিজের ছবি দেশলাই বাক্সে ব্যবহার করেছিলেন অজিত পাঁজা। এবার চায়ের প্যাকেটে আসতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানালেন যে, দিলীপ ঘোষের দেখাদেখি অনেকেই এখন চা চক্রর আয়োজন করছেন। চায়ের প্যাকেটে ছবি দেওয়ায় বিতর্ক উঠতে পারে, কিন্তু এতে জনসংযোগ যে অনেকটা বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!