এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমজমাট রাজনীতি: আজ শুভেন্দুর খাসতালুকে মমতা, পাল্টা মমতার পাড়ায় শুভেন্দু! ক্রমশ চড়ছে পারদ

জমজমাট রাজনীতি: আজ শুভেন্দুর খাসতালুকে মমতা, পাল্টা মমতার পাড়ায় শুভেন্দু! ক্রমশ চড়ছে পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আজ নন্দীগ্রামে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে নন্দীগ্রামের তেখালির মাঠে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর আজ প্রথম তাঁর শক্তিশালী গড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। নন্দীগ্রাম একদিকে যেমন শুভেন্দু অধিকারীর খাস তালুক, অন্যদিকে তেমনি রাজ্যের রাজনৈতিক পালাবদলের অন্যতম মূল কেন্দ্রবিন্দু। এদিকে, আজ মুখ্যমন্ত্রীর খাসতালুক দক্ষিণ কলকাতায় পদযাত্রা ও সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এভাবে আজ শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুই হেভিওয়েট নেতৃত্বের সভা ও পাল্টা সভায় জমজমাট রাজ্য রাজনীতি।

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর আজ তাঁর তালুকে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই জনসভার মধ্যে দিয়ে তৃণমূল চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপিকে। তৃণমূল সূত্রে জানা গেছে, আজকের সভা থেকেই পূর্ব মেদিনীপুরে ঘর গোছানোর কাজও শুরু করে দিতে চায় তৃণমূল। আজকের সভায় উপস্থিত থাকছেন না অধিকারী পরিবারের কোন সদস্য। শিশির অধিকারী জানিয়েছেন যে, দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সভার বিষয়ে কোন যোগাযোগ করা হয়নি তার সঙ্গে। তবে, তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে, মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য আলাদা করে আমন্ত্রণ জানানোর কি কোন আবশ্যকতা রয়েছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মুখ্যমন্ত্রীর খাস তালুক দক্ষিণ কলকাতায় পদযাত্রা ও সভায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দক্ষিণ কলকাতা জেলা বিজেপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। টালিগঞ্জ মেট্রো থেকে শুরু করে রাসবিহারী মোড় পর্যন্ত চলবে এই পদযাত্রা। যেখানে অংশগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি শংকর শিকদার প্রমুখরা। এই পদযাত্রায় উপস্থিত হতে পারেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, আগামীকাল মুখ্যমন্ত্রীর সভার পাল্টা সভা করতে করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল খেজুরিতে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যেখানে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের আগামীকাল জবাব দেবেন শুভেন্দু অধিকারী। পরিবর্তন, পাল্টা পরিবর্তনের আবহে কেঁপে উঠছে রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!