এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমা জলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মুখ্যমন্ত্রীর রোষানলে তৃণমূল বিধায়ক

জমা জলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মুখ্যমন্ত্রীর রোষানলে তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটু বৃষ্টি হলেই কলকাতায় জল জমে যাওয়া একটা বড় সমস্যা। এই নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে মানুষের মনে। বিরোধীরাও বিভিন্ন সময়ের আক্রমন করতে পিছপা হয়না রাজ্য সরকারকে এই নিয়ে। কিন্তু যখন তৃণমূল বিধায়কই আন্দোলনে নামেন, জল জমার বিরুদ্ধে, তখন খুব স্বাভাবিকভাবেই তা রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর এই ঘটনা নিয়ে এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া ভাষায় ধমক খেলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। প্রসঙ্গত, গতকাল ছিল হাওড়া শরৎ সদনে প্রশাসনিক বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই বৈঠকে যখন উত্তর হাওড়ার বিধায়ক হিসেবে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে ওঠেন গৌতম চৌধুরী, ঠিক তখনই মুখ্যমন্ত্রী তাঁকে পাল্টা প্রশ্ন করেন, কেন তিনি খালি গায়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলেন? ঘটনার সূত্রপাত, গত 10 অক্টোবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টানা কয়েক দিনের বৃষ্টিতে এলাকায় জল জমে যাওয়ায় এবং জল না নামায় পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তিনি দাবি করেন, জল না নামা পর্যন্ত তিনি রাস্তা ছেড়ে উঠবেন না। আর সেই প্রসঙ্গকেই গতকাল তুলে আনেন সভার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, বিধায়ক নিজে জল বার করার চেষ্টা না করে কেন রাস্তায় গিয়ে আন্দোলনে বসেছেন? কার্যত তৃণমূলের এটা সংস্কৃতি নয় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন, হাওড়ার নিকাশি ব্যবস্থা পুরনো। তার জন্য তিন দফায় কাজ হচ্ছে। উন্নয়নের কাজ শুরু হয়েছে। একইসাথে তিনি বিধায়ক গৌতম চৌধুরীকে নির্দেশ দেন হাওড়াতে উন্নয়ন করার জন্য। জনগণ বঞ্চিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ভৎসনা মাথা নিচু করে উত্তর হাওড়ার বিধায়ক। অবশ্য মুখ্যমন্ত্রী এদিন হাওড়ার সার্বিক কাজে যে খুশি তা তিনি জানিয়ে গেছেন। সব মিলিয়ে এই ঘটনা ইতিমধ্যেই আলোচনায় জায়গা পেতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর এই ধমকের কি প্রভাব পড়ছে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!