এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জমা পড়ল পিকের গোপন রিপোর্ট কার্ড! তৃণমূলের বিধানসভার টিকিটের ‘গোপন রহস্য’ লুকিয়ে সেখানেই?

জমা পড়ল পিকের গোপন রিপোর্ট কার্ড! তৃণমূলের বিধানসভার টিকিটের ‘গোপন রহস্য’ লুকিয়ে সেখানেই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে ব্যাপক ধাক্কা খায় তৃণমূল শিবির। বাংলার মাটিতে বেশ কিছুটা পিছিয়ে পড়ে তাঁরা। তারপরেই তৃণমূল দলনেত্রী সোজা ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের দ্বারস্থ হন বলে জানা যায়। প্রশান্ত কিশোর বাংলার শাসকদলের দায়িত্ব নিয়েই পরিকল্পনার সাথে তৃণমূলকে আবার উপনির্বাচনের হাত ধরে কিছুটা জমি ফিরিয়ে দেয়। কিন্তু এবার 2021 এর বিধানসভা নির্বাচন সামনে। আর এই বিধানসভার লড়াই জিতলে তবেই বাংলার মসনদের আসনে বসার সুযোগ পাবে আবার তৃণমূল।

তবে এবার লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ প্রতিপক্ষ হিসাবে বিজেপি যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলছে তৃণমূলকে বলে মত বিশেষজ্ঞদের। এবার বিধানসভা নির্বাচনে কে পাবে প্রার্থী হয়ে দাঁড়ানোর টিকিট তাই নিয়ে চলছে দলের অন্দরেই জল্পনা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রশান্ত কিশোরের ওপরই ভরসা করছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বেশ কিছু মানদণ্ডের মধ্যে দিয়ে প্রার্থীদের বিচার করা হবে এবং সেই অনুযায়ী রিপোর্ট কার্ড দেওয়া হবে তৃণমূল নেত্রীকে।

আর এই রিপোর্টের ওপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত করবেন। সূত্রের খবর, যে মানদণ্ডের মধ্যে দিয়েই নেতাদের বিচার করা হবে সেগুলি হল- বর্তমান বিধায়ক বা প্রস্তাবিত প্রার্থীর জনপ্রিয়তা, বিগত পাঁচ বছরে তাঁর কার্যকারীতা, দলীয় কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, স্থানীয় ইউনিটের মধ্যে সবাইকে মানিয়ে চলার ক্ষমতা রাখা এবং সর্বোপরি বিশুদ্ধ ভাবমূর্তি। এর প্রত্যেকটি যদি প্রার্থী নিঃশর্তভাবে উতরে যান, তাহলেই রিপোর্ট কার্ডে তার নামের পাশে একশ তে একশ থাকা কেউ আটকাতে পারবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে রিপোর্ট কার্ড তৈরির জন্য প্রশান্ত কিশোর এবং তাঁর দল গ্রাউন্ড লেভেল থেকে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছেন। যেমন- জনগণের মধ্যে প্রার্থীদের গ্রহণযোগ্যতা, দলের পদমর্যাদা, প্রোফাইল সম্পর্কে সবিস্তারে অনুসন্ধান করবে প্রশান্ত কিশোরের দল। 2019 এর কথা মাথায় রেখেই এবার তৃণমূল নেত্রী কোনরকম ভুল সিদ্ধান্ত নিতে চাইছেননা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুকাল আগে ‘দিদিকে বল’ জনসংযোগ প্রচার পরিকল্পনা করা হয়েছিল প্রশান্ত কিশোরের তরফ থেকে।

সে সময় বিধায়কদের পারফরম্যান্স কেমন ছিল সেটাও বিবেচনা করা হবে রিপোর্ট কার্ড তৈরীতে। এই সূত্রে রাজনৈতিক মহলের একাংশের মত, 2016 সালে তৃণমূলের লড়াই অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু এবার রীতিমতো মেপে মেপে পা ফেলতে চলেছে তৃণমূল শিবির। আর সেক্ষেত্রে প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাক সংস্থার পরামর্শ হয়ে উঠছে গুরুত্বপূর্ণ ও আবশ্যক। সম্প্রতি তৃণমূল শিবিরে ব্যাপকহারে সাংগঠনিক রদবদল হয়েছে। আর এই রদবদলের পেছনেও প্রশান্ত কিশোরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে।

তাঁর কথামতোই দলে একঝাঁক নতুন মুখ যেমন দায়িত্বে এসেছেন, সেরকম পুরনোরাও দায়িত্ব পেয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে যেভাবে তৃণমূল শিবির সেজে উঠছে, তা অবশ্যই চমক দেবার মত। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, তৃণমূল শিবির যেভাবে সংগঠনকে নতুন করে তৈরি করছে তা অচিরেই চাপে ফেলছে অন্যান্য বিরোধীদের। তবে এবার 2021 এর বিধানসভা নির্বাচনী লড়াই যে সেয়ানে সেয়ানে হতে চলেছে, সে ব্যাপারে সন্দেহ নেই কারোর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!